অবশেষে ‘ঐতিহাসিক’ সফরে সাক্ষী হল আমজনতা! খুলে গেল হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোপথ, কেমন উন্মাদনা ছিল যাত্রীদের?

আজ থেকে সাধারণের জন্য খুলে গেল হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোর দরজা। গঙ্গার নীচে নিয়ে দিয়ে প্রত্যেকদিন চলাচল করবে বহু যাত্রী! শুক্রবার সকাল থেকেই এই ‘ঐতিহাসিক’ সফরে সাক্ষী হলেন প্রায় অনেকেই।

এই মেট্রো সফর নিয়ে সকল শহরবাসীদের মধ্যেই একটা আলদা উন্মাদনা ছিল। সেটা সকলেরই জানা। শুক্রবার অর্থাৎ প্রথম দিনেই সেই উন্মাদনার প্রমাণ মিলল। সকাল সাতটায় ছিল প্রথম মেট্রো। সেই সফরের সাক্ষী হতে, স্টেশনে দেখা গেল আমজনতার থিকথিকে ভিড়! এদিন শুধু অফিসযাত্রী নন, এই ভীড়ের মধ্যেই ছিলেন বহু উৎসাহী শহরবাসীরা। তাঁরা এদিন এসেছিল শুধুমাত্র গঙ্গার নীচে দিয়ে মেট্রো চড়তে।

তবে এদিন শুধু শহরবাসী নয়, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার প্রথম মেট্রো চড়বে বলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন। এছাড়া এসেছেন পড়শি রাজ্য অর্থাৎ বিহার থেকেও এসেছেন এই ‘ঐতিহাসিক’ যাত্রার সাক্ষী হতে। ফলে, টিকিট কাউন্টারে ভীড় তো জমবেই। জানা গিয়েছে এদিন টিকিট কাটতে রাত দু’টো থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন চত্বরে লাইনে দাঁড়িয়েছিলেন বহু উৎসাহী জনতা! ভাবতে পারছেন?

এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে মাত্র ৪৫ সেকেন্ডে সময় লাগবে গঙ্গার নীচে ৫২০ মিটার মেট্রোপথ যেতে। এছাড়া আগেই জানা গিয়েছিল যে গঙ্গার নীচ সুড়ঙ্গে জ্বলবে নীল আলো। ফলে, ওই আলোই বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নীচে দিয়ে যাচ্ছে। এই আলো দেখে বহু যাত্রীরা ছবি তুলবেন এবং অনেকে সেইজন্যই প্রথম দিনে প্রথম সফরে ভীড় জমিয়েছিলেন। এদিন প্রথম যাত্রিবাহী মেট্রোয় সাধারণ মানুষের ভিড় দেখে খুশি সকল মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন যে এই দিনটা দেখার জন্য মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। তাঁরা সকলেই খুব গর্বিত। তিনি জানালেন পরিবহণ ব্যবস্থায় বদল এসেছে। হাওড়া থেকে যাতায়াত করার আর কোনও চিন্তা থাকল না। যুগান্তকারী পরিবর্তন। মানুষ এটাই চাইছিলেন। দু’টো-আড়াইটে থেকে মানুষ টিকিট কেটে দাঁড়িয়েছিল। তিনি জানিয়েছেন যে তাঁরা কলকাতার মানুষের কাছেও কৃতজ্ঞ কারণ তাঁদের উপর ভরসা রাখার জন্য।

গত ৬ মার্চ গঙ্গার নীচের মেট্রোপথের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিনই শহরের আরও দু’টি মেট্রো রুটের উদ্বোধন করেছিলেন তিনি। তার মধ্যে একটি ছিল জোকা-তারাতলা এবং অপরটি ছিল নিউ গড়িয়া-রুবি মেট্রো। তবে বাকি দুটো মেট্রো রুটের থেকেও এই এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো রুট নিয়ে বেশি উত্তেজিত আমজনতা।

সংবাদমাধ্যমে শুক্রবার গঙ্গার নীচে দিয়ে চলা প্রথম মেট্রোর উচ্ছ্বসিত এক যাত্রী জানিয়েছেন যে তিনি বিহার থেকে এসেছেন। ভোর থেকে দাঁড়িয়েছিলেন এই মেট্রো চড়বেন বলবেন। তিনি জানালেন যে গঙ্গার নীচে দিয়ে যখন যাচ্ছিল তখন তাঁর খুব ভালো লাগছিল। এছাড়া তিনি নীল আলোর ভিডিয়োও তুলেছেন।

এই মেট্রো চড়লে ভাড়া কত পড়বে? মেট্রো সূত্রে জানা গিয়েছে যে হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড মেট্রোর রুটের ভাড়া রাখা হয়েছে মাত্র ১০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া হল মাত্র পাঁচ টাকা। অর্থাৎ আপনি যদি হাওড়া থেকে মহাকরণ স্টেশনে নামেন তাহলে ভাড়া পড়বে পাঁচ টাকা। এছাড়া হাওড়া ময়দান থেকে থেকে হাওড়া যেতেও যাত্রীদের পড়বে পাঁচ টাকা।

এই ভাড়া বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রতিটি স্টেশনেই মেট্রো ভাড়া দেওয়া রয়েছে। এই ইস্ট-ওয়েস্ট মেট্রো যোগ হয়েছে উত্তর-দক্ষিণ মেট্রো রুটের সাথে। অর্থাৎ আপনি এসপ্ল্যানেড স্টেশনে সহজেই এক লাইন থেকে পৌঁছে যাবেন ব্লু লাইন রুটে।

ফলে, একবার জেনে নিন হাওড়া থেকে বিভিন্ন স্টেশনে যেতে যাত্রীদের মোট খরচ কত পড়ছে –

  • হাওড়া থেকে দক্ষিণেশ্বর থেকে খরচ হবে ৩০ টাকা।
  • হাওড়া থেকে দমদম যেতে খরচ হবে ২৫ টাকা।
  • হাওড়া থেকে এসপ্ল্যানেড যেতে খরচ পড়বে ১০ টাকা।
  • হাওড়া থেকে গিরিশ পার্ক পড়বে ২০ টাকা।
  • হাওড়া থেকে কালীঘাট যেতে খরচ পড়বে ২৫ টাকা।
  • হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় যেতে খরচ হবে মাত্র ৫০ টাকা।
  • হাওড়া থেকে সেন্ট্রাল যেতে খরচ ১৫ টাকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...