অকারণ হর্ন নিষিদ্ধ করতে প্রচারে নামল কলকাতা পুলিশ

শহর জুড়ে অকারণ হঙ্কিং নিষিদ্ধ করতে এবার জোরদার প্রচারে নামল কলকাতা ট্রাফিক পুলিশ। অন্যান্য দূষণের পাশাপাশি শহরে দূষণের অন্যতম একটি প্রধাণ কারণ শব্দদূষণ। এমনকি যেখানে হঙ্কিং একেবারেই নিষিদ্ধ, সেখানেও মুহুর্মুহু অকারণ হর্ণের জেরে নাকাল হতে হয় শহরবাসীকে। ইএনটি বিশেষজ্ঞদের মতে, অনবরত হঙ্কিঙের ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন পথচারী, নিত্যযাত্রী ও ট্র্যাফিক পুলিশ কর্মচারীরা। এ হেন অবস্থায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতার সাথে উদ্যোগ নিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে। শহর জুড়ে প্রায় ৭০০টি নো হর্ন’ মূলক সাইনের পাশাপাশি অকারণ হঙ্কিং বিরোধী স্টিকারও লাগানো হচ্ছে গাড়িতে গাড়িতে।

                  লালবাজার সূত্রের খবর, ৩১শে জুলাই পর্যন্ত শহরের ‘নো হর্ন জোন’ গুলিতে হর্ন বাজানোর অভিযোগে এখনও অবধি ১৪৬৫৮টি এবং অকারণে হর্ন বাজানোর অভিযোগে ৩৮১৮টি মামলা দায়ের করা হয়েছে। মাল্টিপল হর্নের বিরুদ্ধে মামলার সংখ্যা ১১০৫টি ও এয়ার হর্নের বিরুদ্ধে মামলা হয়েছে ৬৮৪টি।

            প্রচারে নেমে এ দিন শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বেশ কিছু নো হঙ্কিং’ বোর্ড লাগায় কলকাতা ট্র্যাফিক পুলিশ। নো হঙ্কিং বোর্ডের পাশাপাশি কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহনের চালকদেরও সতর্ক করা হচ্ছে। যদিও এত কিছুর পরেও এ দিন শহরের ‘নো হর্ন জোন’ বিশিষ্ট রাস্তাগুলিতে বহু গাড়ির চালককে অযথা হর্ন বাজাতে দেখা গিয়েছে। অতিষ্ঠ হয়ে পথচারীরা বলছেন, ‘এত কিছুর পরও চালকদের হুঁশ ফিরছে না, অকারণে হর্ন বাজানো যেন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে।’

                        “এই আইন আগেও একই ভাবে কার্যকর থাকা সত্ত্বেও মানুষ অকারণে হর্ন বাজানোর নেশা কাটিয়ে উঠতে পারছে না। বুধবারই শহরের বিভিন্ন প্রান্তে ৯৫৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সাইলেন্স জোন’ হওয়া সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালত সংলগ্ন রাস্তাগুলিতে এটা ধারাবাহিকভাবে ঘটছে। এই অবস্থার বদল ঘটাতে এবার আমরা বড় অঙ্কের জরিমানা বসাতে চলেছি এবং এই প্রক্রিয়া চলতে থাকবে,” বলছেন কলকাতা ট্রাফিক পুলিশের এক আধিকারিক।

                 যদিও অকারণে হর্ন বাজানোর একটি প্রধান কারণ হল ধৈর্য্যের অভাব। আমি আগে যাব’ -এই মনোভাব থেকে না বেরিয়ে আসতে পারলে কখনই তাদের চিন্তার বদল ঘটানো যাবে না, এমনটাই মনে করছেন শহরের বিশিষ্ট নাগরিকেরা।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...