সংশ্লিষ্ট এলাকার মানুষদের সাথে যোগাযোগ সঠিক রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ খুলেছিল বিধাননগর পুলিশ| সোশ্যাল মিডিয়ায় খোলা সেই গ্রপ নিয়েই এখন বেজায় সমস্যায় পড়েছেন তারা|
গত ছয়মাস আগে সল্টলেক, নিউ টাউন ও বিধাননগর এলাকার মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ খোলে বিধাননগর থানার পুলিশ| পুলিশের তরফ থেকে কোনো বার্তা দেওয়ার থাকলে তা যাতে সরাসরি এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায় তারজন্যই পুলিশের তরফ থেকে খোলা হয় এই গ্রুপ|
বর্তমানে পুলিশকর্মীদের দাবি, প্রয়োজনীয় কথাবার্তার বদলে অপ্রয়োজনীয় শুভেচ্ছাবার্তাতেই ভরে থাকে সেই গ্রুপ|এরফলে বিরক্ত হয়ে অনেকসময়েই গ্রুপের কথোপকথন দেখছেন না সাধারণ মানুষ| ফোল৩ গ্রুপে কোনো প্রয়োজনীয় বার্তা দিলেও তা ওই শুভেচ্ছাবার্তার চাপেই কোথাও হারিয়ে যাচ্ছে| পুলিশের বক্তব্য, ‘সুপ্রভাত’ এবং ‘শুভরাত্রি’র ঠেলায় গুরুত্বপূর্ণ তথ্য চাপা পড়ে যাচ্ছে| এরপরেই পুলিশের তরফ থেকে গ্রুপে যাতে কেউ এইজাতীয় বার্তা না পাঠান তার অনুরোধ করা হয়েছে|সল্টলেকের জিডি ব্লক কমিটির সভাপতি কুমারশঙ্কর সাধুর কথায়, বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনরূপ সমাধান মেলেনি| তাঁর আশা দ্রুতই এই সমস্যার সমধান হয়ে যাবে| গ্রুপের ‘অ্যাডমিন’ পার্থ চক্রবর্তী জানিয়েছেন, পুরোপুরি বন্ধ না হলেও আগের তুলনায় সমস্যা অনেকটা কমেছে| সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে|