উইসডেনের দশক সেরা

২০১৯ সালের শেষ দিয়ে শেষ হতে চলেছে ক্রিকেটের এক দশক। ২০১০ সালের ১ জানুয়ারি তে শুরু হয় এই দশকের। এই দশ বছরে পুরোনো রেকর্ড ভেঙে সৃষ্টি হয়েছে বহু ক্রিকেট রেকর্ডের। তবে এই দশ বছরের ক্রিকেট ইতিহাসে এমন অনেক খেলোয়াড় এসেছেন আবার অনেকে অবসর ও নিয়েছেন। ক্রিকেটে প্রতি অবদান কে সম্মান জানিয়ে উইসডেন তালিকাভুক্ত করেছে দশকের সেরা টেস্ট দল ও সেরা ওডিআই দল যাদের নাম রাখা হয়েছে যথাক্রমে ‘টেস্ট একাদশ’ ও ‘ওডিআই একাদশ’।দশকের সেরা দলের শিরোপা ভারতের মাথায় উঠলেও টেস্ট একাদশ দলে কিন্তু জায়গা পেয়েছেন, শুধুমাত্র বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। স্বপ্নের সেই একাদশ দলের সদস্যদের নাম তালিকা দেওয়া হল। 

টেস্ট একাদশ

  • অ্যালেস্টার কুক (ইংল্যান্ড)
  • ড্যাভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
  • স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
  • বিরাট কোহলি (ভারত)
  • বেন স্টোক্স (ইংল্যান্ড)
  • এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
  • ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
  • কাগিসো রাবাদা (দক্ষিন আফ্রিকা)
  • জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

উইসডেন প্রকাশিত টেস্ট দলে মাত্র দুইজন ভারতীয় খেলোয়াড় থাকলেও ওডিআই দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা ও ধোনি। 

ওডিআই একাদশ 

  • রোহিত শর্মা (ভারত)
  • ড্যাভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • বিরাট কোহলি (ভারত)
  • এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
  • জোস বাটলার (ইংল্যান্ড)
  • এম এস ধোনি (ভারত)
  • শাকিব আল হাসান (বাংলাদেশ)
  • লসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
  • মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
  • ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
  • ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

এটা শেয়ার করতে পারো

...

Loading...