দিনের বেলায় সূর্যদেবের প্রকট তাপ অন্যদিকে আবার রাতের বেলায় শীত শীত ভাব।দুই বৈপরীত্য আবহাওয়া নিয়ে নাজেহাল এখন রাজ্যবাসি।আপাতত এমনি আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।বর্ষা রাজ্য থেকে বিদায় নিয়েছে অনেকদিন আগেই। তবে রাতের দিকে এখন শীত-শীত ভাব লাগলেও শীত আস্তে যে ঢেড় দেরি।রাজ্যে প্রবেশ করেছে উত্তরের হাওয়া যার দরুন এই রকম আবহাওয়া পরিলক্ষিত করছে রাজ্যবাসী।তারই মধ্যে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে, ২৮-২৯ অক্টোবর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তবে তার প্রভাব যে আবহাওয়ার উপর পড়বেই, এখনই সেটা বলা যাচ্ছে না। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি এবং রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ২-১ ডিগ্রি কম।অর্থাৎ উত্তরে হাওয়া জন্য বাতাসে আদ্রতা অত্যন্ত কম।ফলে সব মিলিয়ে শুষ্ক আবহাওয়া তৈরি হয়েছে।ঠান্ডা বাতাস না হওয়ার ফলে দিনের বেলা গরম অনুভব হচ্ছে।আপাতত এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।