দিল্লির স্কুলে কমছে শীতের ছুটি

৬ ডিসেম্বর দিল্লি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, দিল্লির স্কুলগুলিতে এবার কমতে চলেছে শীতকালীন ছুটির মেয়াদ| অতিরিক্ত গরমের কারণে যেই সময় অধিক দিন বন্ধ রাখতে হয়েছিল সেই সময় পড়াশোনার যা ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| এর আগে দিল্লির স্কুলগুলিতে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বরের ২৮ তারিখ থেকে আর চলতো জানুয়ারী মাসের ১৫ তারিখ পর্যন্ত| পরে বদল আনা হয় এই সিদ্ধান্তে| জানা যায়, এই মরশুমের শীতের ছুটি শুরু হবে ১ জানুয়ারী ২০২০ থেকে|

ডিরেক্টরেট অফ এডুকেশন-এর তরফ থেকে সমস্ত সরকারী স্কুলগুলিতে একটি সার্কুলার পাঠানো হয়| সেই সার্কুলার অনুযায়ী, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শীতের ছুটি শুরু হচ্ছে ১লা জানুয়ারী ২০২০তে| এই ছুটি চলবে জানুয়ারীর ১৫ তারিখ পর্যন্ত| তবে নার্সারী থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রদের জন্য বহাল থাকছে পুরনো শিডিউল|অর্থাৎ তাদের জন্য ছুটির মেয়াদ কমানো হচ্ছে না| ডিসেম্বরের ২৮ থেকেই বন্ধ হচ্ছে স্কুল|  

ডিরেক্টরেট অফ এডুকেশন-এর তরফ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অতিরিক্ত তাপপ্রবাহ এবং বায়ুদূষণের কারণে প্রায় সমস্ত স্কুলকেই বন্ধ রাখতে হয়| সেইসময় স্কুলগুলিতে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পূরণ করার লক্ষ্যেই শীতের ছুটি কমানো হয়েছে| 

এটা শেয়ার করতে পারো

...

Loading...