পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নামবে পারদ

লুকোচুরি খেলছে শীত| ভোরের দিকে ঠান্ডার শিরশিরানি অনুভুতি আবার বেলা বাড়লেই রোদের তেজ আবার সূর্য ডুবলেই হালকা শীতের আমেজ| মাঘের মাঝে এসে দুপুরে এসে রীতিমত ঘামছে বাঙালি| সোয়েটার চাদর তো গায়ে রাখাই যাচ্ছে না|পশ্চিমী ঝঞ্ঝার কারনে সকাল থেকে আকাশের মুখ গোমড়া থাকার ফলে আজ  রোদের জ্বলুনির হাত থেকে রেহাই মিলেছে| ঠান্ডার ভাবও আছে খানিক | সঙ্গে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া| সবমিলিয়ে আবার শীত ফিরে পাওয়ার আশায় আশায় রয়েছে রাজ্যবাসী | তবে আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, মাঘের শীত আর ফেরার সম্ভাবনা প্রায় নেই| কিন্তু একেবারে বিদায় নেওয়ার আগে ঘুরে দাঁড়াতে পারে শীত | কনকনে ঠান্ডা না পড়লেও ১৩-১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে  তাপমাত্রা| আজ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস|

হাওয়া অফিস সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে ঢুকছে একটি পশ্চিমী ঝঞ্ঝা । এর প্রভাবে বদলে যাবে আবহাওয়া। আগামী দু-তিন দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পর নেমে যাবে তাপমাত্রার পারদ। কাশ্মীর এবং উত্তর ভারতের উপর তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আটকে থাকা  উত্তুরে হাওয়া ফের এ রাজ্যে ঢুকতে পারবে। কমবে জলীয় বাষ্পের পরিমান | তাতে আরও দু-তিন ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে। তবে মাঘের শীত আর ফেরার সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছেন আবহবিদেরা। আগামী মঙ্গলবার থেকে ১৩-১৪ ডিগ্রির ধারে-কাছে থাকবে তাপমাত্রা। দিনের তাপমাত্রাও কিছুটা নামবে।

জানুয়ারির মাঝমাস না পৌঁছেই বঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। মাঘের শীতকে তেমনভাবে উপভোগ করতে পারেনি দক্ষিনবঙ্গ| তবে আশার কথা জানিয়েছ আলিপুর আবহাওয়া দফতর| কাশ্মীর এবং উত্তর ভারতের উপর তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া ফের এ রাজ্যে ঢুকতে পারবে। তাতে আরও দু-তিন ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের আধিকারিকরা |

দক্ষিণ বঙ্গে ঠান্ডা না থাকলেও পাহাড়ে কিন্তু এখনও কনকনে ঠান্ডা রয়েছে। প্রবল  ঠান্ডায় কাঁপছে দার্জিলিং,সান্দাকফু। রাবাংলাতে বরফ পড়ার খবর পাওয়া গেছে | সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ২.৮ ডিগ্রি এবং শিলিগুড়ির  সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও পাহাড়ে বৃষ্টি হয়েছে|

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...