কলকাতাবাসী ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে বসন্তকে বরণ করার। তারই মধ্যে হাওয়া অফিস শোনালো একটা খবর। আপাতত লেপ কম্বল তোলা যাবেনা বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শীতের শেষ এবং বসন্তের সূত্রপাত ঘটে গেছে বলেই ধরে নিয়েছিল কলকাতাবাসী। দিনের বেলায় বেশ গরম এবং রাতের বেলায় হালকা ঠান্ডা জানান দিচ্ছিল 'বসন্ত এসে গেছে'। কিন্তু না, আপাতত এই গানটি গাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে শহরবাসীকে কারণ আবহাওয়া দফতর জানিয়েছে আরও কয়েকদিন স্থায়ী হতে চলেছে এই শীত। ঝাড়খন্ড ও সংলগ্ন দক্ষিণবঙ্গের উপর জেগে উঠেছে একটি নিম্নচাপ। তার ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমান জলীয় বাষ্প ঢুকছে শহরে। এর ফলে আগামী দুইদিন উত্তরবঙ্গসহ নানা এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৫টি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদীয়া এবং দুই বর্ধমানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতায় আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় কমেছে ঠান্ডা। সাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢোকার ফলে আগামী দুইদিন শহরের একসহ কুয়াশাচ্ছন্ন থাকবে, দাবি আবহাওয়া দফতরের। এই নিম্নচাপের ফলে বৃষ্টি হলে সামান্য তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন তারা। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ কাটার পরই শহর থেকে এই বছরের জন্য শীতও বিদায় নেবে, আশা শহরবাসীর।