পৌষ সংক্রান্তি পেরোলেই শীতের বিদায়ঘণ্টা বাজে রাজ্যে। কিন্তু এইবছর শীতের মাথায় ঘুরছে অন্য কোনো প্ল্যান। যাওয়ার নামই নিতে চাইছে না রাজ্য ছেড়ে। এবারে মাঘের শীত খেল দেখাচ্ছে। মকর সংক্রান্তির পরই কিছুদিনের জন্য বেড়েছিল কলকাতাসহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কিন্তু নিম্নচাপের কবলে পড়ে ক'দিনের জন্য ভোল বদলালেও আবারও নিজমূর্তি ধারণ করে শীত। মঙ্গলবার ভোরে তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আবওহাওয়া দফতর জানিয়েছিল কদিন তাপমাত্রা ১৫-এর ঘরে ঘোরাফেরা করবে। তারপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হলেও দিন বাড়ার সাথে সাথে ঝরবে ঘাম। সম্প্রতি একধাক্কায় ৫ ডিগ্রি তাপমাত্রা কমিয়ে এবার রেকর্ড গড়ার পথে হাঁটতে শুরু করেছে শীত। আজ কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। ঝঞ্ঝা কাটার পর হুড়মুড়িয়ে ঢুকছে উত্তুরে হাওয়া। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরোও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের দাবি, আগামী কয়েকদিন থাকবে এই শীতের আমেজ। জোরালো উত্তুরে হাওয়ার ফলে বুধ ও বৃহস্পতিবার শীত আরও বাড়বে এমনটাও জানিয়েছেন তারা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।