সপ্তাহের শেষে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ফের শীতের জাঁকিয়ে বসার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর| তাই বাগদেবীর আরাধনার সময়ও শীতের আমেজ মাখতে পারবে বঙ্গবাসী| কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একধাক্কায় ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে ।পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আগামী দুদিন বৃষ্টির কোনো পূর্বাভাসের কথা জানায়নি হাওয়া অফিস | সকালের দিকে কুয়াশার কারণে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। শনি ও রবিবার ঠান্ডার আমেজ থাকলেও সোমবারের পর থেকে তাপমাত্রা বাড়তে পারে। কারণ সেই সময়ই আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়া শুরু করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের উপর ঘূর্ণাবর্ত সক্রিয় । উত্তরের পার্বত্য এলাকায় তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও। এই জোড়া ফলার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । পরের সপ্তাহের মাঝামাঝি বুধ-বৃহস্পতিবার নাগাদ হতে পারে বৃষ্টিপাতের এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর।
হাওয়া সুত্রে জানা গিয়েছে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তবে তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ৪৮ ঘণ্টায় এই তাপমাত্রাই ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে |