চলতি আইপিএল মরশুমে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ৪৩ তম ম্যাচে আজ মুখোমুখি রাাজস্থান রয়াল্স ও চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব – এর মত বড় দলকে হারিয়ে বাড়তি মনোবল নিয়ে আজকে মাঠে নামবে রাহানেরা। জোস বাটল্যারের ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের চিন্তার কারণ হতে পারে। তার কারণ একটাই বিগত কয়েকটা ম্যাচে মিডিল অর্ডারের থেকে যখন বাটলারকে অপেন করাতে পাঠানো হয়েছে তখন রাজস্থানের স্ট্রাইক রেট ৭ রান থেকে ১০ রানে গিয়ে দাড়িয়েছে তার মানে একটাই যে অপেনার হিসেবে যথেষ্ট সফল তিনি। কিন্তু যদি মানসিংয়ের মত স্পিন ফ্রেন্ডলি পিচের দিকে দেখা যায় তাহলে বলাই বাহুল্য যে টসে জিতে যে কোনো দলের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে। তাই আজকের ম্যাচেও তার কোনো পরিবর্তন হবে না। তবে রাহানের টস ভাগ্যের ওপর ভিত্তি করে বলাই যায় যে আজকের টস ধোনি জিতে বোলিং করার সিদ্ধান্ত নেবে ।