কথায় বলে ‘ওয়ান ম্যান আর্মি’, কিন্তু আপাতদৃষ্টিতে দেখতে গেলে কথাটা একদমই ঠিক নয়। কোনো যুদ্ধ একা হাতে জেতা একটু কঠিন, যুদ্ধে জয় পেতে গেলে প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করাটা। আর সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করার মত কঠিন কাজটি করতে যিনি সিদ্ধহস্ত, তিনি হলেন সেনা প্রধান বা সেনাপতি। আর সেই যুদ্ধক্ষেত্র যদি হয় ক্রিকেট স্টেডিয়াম তাহলে সেনাপতি হল দুটি দলের অধিনায়ক। ৪৪ বছরের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এমই কিছু অধিনায়কের কথা জানাবো আপনাদের।
১) ক্লাইভ লয়েড – ওয়েস্ট ইন্ডিজ – ১৯৭৫ ও ১৯৭৯
২) কপিল দেব – ভারত – ১৯৮৩
৩) অ্যালান বর্ডার – অস্ট্রেলিয়া – ১৯৮৭
৪) ইমরান খান – পাকিস্তান – ১৯৯২
৫) অর্জুনা রনতুঙ্গা – শ্রীলঙ্কা – ১৯৯৬
৬) স্টিভ ওয়া – অস্ট্রেলিয়া – ১৯৯৯
৭) রিকি পন্টিং – অস্ট্রেলিয়া – ২০০৩ ও ২০০৭
৮) মহেন্দ্র সিং ধোনি – ভারত – ২০১১
৯) মাইকেল ক্লার্ক – অস্ট্রেলিয়া – ২০১৫