ভারতের প্রথম মহিলা ডেপুটি অ্যাটাশে উইং কমান্ডার অঞ্জলি সিং

ভারতের প্রথম মহিলা ডেপুটি অ্যাটাশে হিসেবে মস্কোয় ভারতীয় দূতাবাসে যোগদান করলেন

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অঞ্জলি সিং। ১৭ বছরের কেরিয়ারে তিনি মিগ-২৯ এবং যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণপ্রাপ্ত। অঞ্জলি প্রথম মহিলা আধিকারিক যিনি এই পদের দায়িত্বে এলেন।

বিহারের অঞ্জলি ২০০১ সালে কমিশনার অফিসার হিসেবে বায়ুসেনায় যোগদান করেন। মস্কোয় ভারতীয় দূতাবাসে যোগদানের আগে তিনি যোধপুরে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। মস্কোর ভারতীয় দূতাবাস থেকে অফিশিয়াল টুইট করা হয় অঞ্জলি সিং-এর দায়িত্বভার গ্রহণের ব্যাপারে।

এই দায়িত্বে সাধারনত উচ্চপদে থাকা সেনা অফিসাররাই আবেদন করতে পারেন।

ব্যক্তিগত জীবনে অঞ্জলি সিং বিবাহিত। আট বছরের এক পুত্র সন্তান আছে তাঁর।

এতদিন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জাতীয় নিরাপত্তা বাহিনীর তিন বিভাগেই বিদেশের মিশনে কেবলমাত্র পুরুষদের নিয়োগ করা হতো। নির্মলা সীতারামাইয়া প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পরই সেই ছবিতে বদল শুরু হয়।ভারতীয় সেনা বাহিনীর তিন বিভাগেই মহিলা মুখের সংখ্যা ক্রমশ বাড়ছে। অগস্ট মাসে বায়ুসেনার উইং কম্যান্ডার এস ঢামি দেশের প্রথম মহিলা অফিসার হিসেবে একটি ফ্লাইং ইউনিটের ফ্লাইট কম্যান্ডার নিযুক্ত হয়েছেন।

 

  

এটা শেয়ার করতে পারো

...

Loading...