উইন্ডোজ ৭... উইন্ডোজ অপারেটিং-সিস্টেম এর একটি ভার্সন| পরে অনেক ভার্সন আসলেও এখনো বহু মানুষের কাছে কম্পিউটার মানেই উইন্ডোজ ৭| ২০০৯ সালের জুলাই মাসে এই অপারেটিং-সিস্টেমটিকে বাজারে আনা হয়েছিল| তার পর থেকে জনপ্রিয় হয়ে ওঠে| একটাই কারণ, এটি খুব সহজেই ব্যবহার করা যায়| তবে কি এটি বন্ধ হতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আপনি বোধহয় এই লেখাটি পড়া শুরু করেছেন|
হ্যাঁ, উইন্ডোজ ৭ বন্ধ হবে আগামী বছরে| মাইক্রোসফট এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২০ তে এই অপারেটিং-সিস্টেমটিকে আর কোনো সাপোর্ট দেওয়া হবে না| যার মানে, এই অপারেটিং-সিস্টেমটি থাকা গ্রাহকদের কাছে পাঠানো হবে একটি নোটিফিকেশন, যাতে তাঁরা তাদের মেশিনে উইন্ডোজ ১০ ইনস্টল করে|
সূত্রের খবর, আগামী ২০২০ সালের ১৪ই জানুয়ারী উইন্ডোজ ৭ কে মৃত রূপে ঘোষণা করা হবে| তার ঠিক দুমাস পর অর্থাৎ ১৪ই মার্চ এই অপারেটিং-সিস্টেমের জন্য বন্ধ করা হবে প্রয়োজনীয় আপডেট|
মাইক্রোসফট এর তরফে আরো জানানো হয়েছে, সম্প্রতি উইন্ডোজ ১০ এর গ্রাহকের পরিমাণ প্রায় ৮০ কোটি, যা বেড়ে ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে উইন্ডোজ ৭ বন্ধ বন্ধ হওয়ার পর|
তাহলে বোঝাই যাচ্ছে, আর বেশি দিন থাকছে না এই ইউসার ফ্রেন্ডলি অপারেটিং-সিস্টেমটি: উইন্ডোজ ৭|