সাইকেলেই পাহাড় জয়

নেশার টানে পেশা ত্যাগ করে সাইকেল চেপে পাহাড় অভিযান। কি একটু অবাক লাগছে ? এমনই এক অভিযানে গিয়ে সাফল্য লাভ করলো বাংলার ছেলে। বীরভূমের ছেলে উজ্জ্বল অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে ভারতের তিরঙ্গা উড়লো কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ স্থানে। আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ স্থান হল উহুরু শৃঙ্গ। এই শৃঙ্গের উচ্চতা ৫,৮৯৫ মিটার। এটি পাহাড় অভিযানে নতুন নজির নয়। তবে রাঢ়বঙ্গের মহম্মদ বাজার ব্লকের গৌরনগরের উজ্জ্বল পালের নেশা সাইকেল অভিযান। তাই গত ২৪ নভেম্বর মিশরের রাজধানী কায়রো থেকে সাইকেলে 'গ্রিন অন হুইল' অভিযান শুরু করেন তিনি। এরপর মিশর থেকে আফ্রিকার সুদানইথিওপিয়া, কেনিয়া পার করে ১৬ ডিসেম্বর তানজানিয়ায় প্রবেশ করেন। সেখানের পর্বতারোহীদের সংস্থা থেকে পরামর্শ ও সাহায্য নিয়ে মাসাইমারা থেকে যাত্রা শুরু করেন। প্রথমে ১৯ কিলোমিটার পাড়ি দেন তিনি। দ্বিতীয় দিন তিনি প্রতিকূলতার সাথে এগিয়ে যান। তৃতীয় দিন ৯ কিলোমিটার পাড়ি দিয়ে কিবো হাট সামিটে পৌঁছান তিনি। সেখান থেকে রাত ১২টার পরে উহুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এরপরে নানা প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে তীব্র ঠান্ডার মধ্যে প্রজাতন্ত্র দিবসের দিন সকাল ৬টায় ভারতের পতাকা উড়ান উজ্জ্বলবাবু। এই বিশেষ যাত্রাপথে তার প্রিয় সঙ্গী সাইকেলটির নাম রাখেন তিনি 'চেতক'। এর আগে তিনি মোট ১৭টি দেশে এই সাইকেল করে পাড়ি দিয়েছেন। এবং গাছ লাগানোর বার্তা দিয়েছেন।

তবে এবারের যাত্রাপথে তার বার্তা ছিল-''প্রত্যেক মানুষ সারা জীবনে অন্তত একটি গাছ লাগিয়ে তাকে বড় করে তুলুক''। চেতক কে সঙ্গে নিয়ে বাংলার ছেলে জয় করলেন অভিযান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...