সত্যজিতের ‘নায়ক’ ছবির রিমেক! ‘মহানায়কে’র ভুমিকায় দেব

১৯৬৬ সালে সত্যজিৎ রায়ের পরিচালিত ছবি ‘নায়ক’ মুক্তি পেয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তমকুমার এবং শর্মিলা ঠাকুর।

এবার টলি ইন্ডাস্ট্রির অন্দরে একটা অন্য রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন একটি ছবির পরিকল্পনা শুরু করেছেন অভিনেতা দেব এবং এটা শোনা গিয়েছে যে এই ছবির সঙ্গে নাকি সত্যজিৎ রায় জড়িয়ে রয়েছেন। কিন্তু সেটা কী ভাবে?

1689600504_dev-6

টলিপাড়া সূত্রে জানা গিয়েছে যে সত্যজিৎ রায় পরিচালিত এবং উত্তমকুমার অভিনীত ‘নায়ক’ ছবি ওপর ভিত্তি করে একটি ছবির পরিকল্পনা করছেন দেব। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রেও তিনিই থাকবেন।এই ছবিটি পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায়।

এই জল্পনা শোনার পর অনেকেই ভাববেন সত্যজিৎ পরিচালিত 'নায়ক' ছবির রিমেক হতে চলেছে এটি। কিন্তু টালিগঞ্জের একটি সূত্রের দাবি যে এই ছবি ‘রিমেক’ হবে না। ‘নায়ক’ ছবিটির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এই ছবির পরিকল্পনা করা হয়েছে। কানাঘুষো থেকে এটাও শোনা গিয়েছে যে সত্যজিৎ রায়ের পুত্র, সন্দীপ রায়ের সঙ্গে নাকি এই ছবির বিষয়ভাবনা নিয়ে দেবের একপ্রস্ত কথাও হয়ে গিয়েছে। তবে, এই বিষয়ে দেব কিংবা পরিচালক রামকমল, কেউ মুখ খুলতে চাইছেন না।

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি পরিচালনা করেছেন রামকমল মুখোপাধ্যায়। সেখানে রুক্মিণী মৈত্রকে দেখা যাবে বিনোদিনী রূপে। আপাতত এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এক সংবাদ মাধ্যমে পরিচালক রামকমল মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এখনও ‘বিনোদিনী’-র কাজই শেষ হয়নি। সেখানে ‘নায়ক’ কী ভাবে আসছে, জানি না।’’ তবে, তিনি স্বীকার করে নিয়েছেন যে এই ছবির সাথেই তিনি এক নতুন ছবির ভাবনাচিন্তা শুরু করেছেন।

এদিকে একাধিক ছবি নিয়ে ব্যাস্ত অভিনেতা দেব। চলতি বছরে তার অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা আছে। আগামী মাসের, ১১ই আগস্টে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। তারপর, পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। এরপর বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবিতেও যে তিনি থাকছেন, সম্প্রতি সে কথা ৬ জুলাই, সোশাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন।

অনেকেই সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবি, তাদের সেরা ছবির তালিকায় রাখেন। এর আগে ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিটির মাধ্যমে সত্যজিৎ রায় এবং ‘নায়ক’-কে শ্রদ্ধা জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ছবিতে অরুণ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিটি ছিল সৃজিতের পরিচালিত প্রথম ছবি।

আগামি দিনে দেব এবং রামকমল এই ‘নায়ক’ অবলম্বনে নতুন কোনও ছবিতে কতটা চমক দিতে পারবে এবং কতটা দর্শকদের মন জয় করে নিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...