"হেথায় আর্য, হেথা অনার্য... হেথায় দ্রাবিড়, চীন- শক-হুন-দল পাঠান মোগল এক দেহে হল লীন।"- 'হে মোর চিত্ত, পূণ্য তীর্থ' কবিতায় নিজের দেশ- ভারতবর্ষের বর্ণনা করে রবীন্দ্রনাথ ঠাকুর এমনটাই লিখেছিলেন। সত্যি এই দেশটার সঙ্গে জড়িয়ে গিয়েছে কত ধরনের-কত ধর্মের-কত জাতির আবেগ। খুব কম সময়েই বহির্ভূত অতিথিকে আপন করে নিতে পারে এই দেশ। আর সেটাই আরও একবার প্রমান করলেন হলিউডের জনপ্রিয় তারকা উইল স্মিথ। সম্প্রতি এক শ্যুটিং-এর কাজে ভারতে এসেছিলেন তিনি, শুধু তাই নয়, তিনি জানিয়েছেন- ভারতে নতুনভাবে বোধোদয় হয়েছে তাঁর।
স্মিথ তাঁর নিজের একটি শো- 'উইল স্মিথ’জ বাকেট লিস্ট'-এর শ্যুটিংয়ের সুবাদে হরিদ্বারে গিয়েছিলেন। সেখানে অটোয় করে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো, সেখানকার খাওয়া-দাওয়া এবং সংস্কৃতি সবকিছুকেই নিজের মতো করে আবিষ্কার করতে মেতেছেন তিনি। শুধু তাই নয়, হরিদ্বারে গঙ্গার ঘাটে ভক্তিভরে পুজোও দেন তিনি। এমনকি গঙ্গারতি দেখে নিয়মানুযায়ী গঙ্গাবক্ষে প্রদীপ ভাসিয়েছেন। কপালে চন্দনের তিলক, গলায় মালা, করজোড়ে প্রণামভঙ্গিতে বেশ কয়েকটা ছবিতে দেখা গিয়েছে এই হলিউডি অভিনেতাকে।
ইনস্টাগ্রামে নিজের সেইসব ছবি পোস্ট করে লেখেন, "আমার ঠাকুমা বলতেন, জীবনের অভিজ্ঞতা দিয়েই সকলকে শেখানোর চেষ্টা করেন ঈশ্বর। ভারতে ঘুরে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এবং মানুষদের সঙ্গে মিশে আমি মুগ্ধ। আমার শিল্পসৃষ্টির সামনেও যেন এক নতুন দুয়ার খুলে গিয়েছে। বিশ্বদর্শন সম্পর্কে যেন এক নতুন বোধোদয় হয়েছে।"
নেটদুনিয়ায় এখন রীতিমত ভাইরাল উইল স্মিথের সেইসব ছবি। তাঁর এহেন কাণ্ড-কারখানায় বেজায় মজেছে নেটিজেনরা। হলিউডি এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ বলি-স্টাররাও।