দু’দিনের জন্য বন্ধ থাকবে পূর্ব-পশ্চিম মেট্রো পরিষেবা! কিন্তু কেন?

শহর কলকাতায় পরপর দু’দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কিন্তু কেন? জানা গিয়েছে যে কাজের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার এবং ২৪ ফেব্রুয়ারি, শনিবার বন্ধ থাকবে পূর্ব-পশ্চিম মেট্রোর পরিষেবা। ফলে, বহু যাত্রী বিপাকে পড়তে পারে এই দু’দিন।

মেট্রো সূত্রে জানা গিয়েছে যে ট্রেন চলাচলের জন্য ‘কন্ট্রোল সার্কিট’-এ বদল আনা হচ্ছে। মেট্রোরেলের পরিভাষায়, ‘ব্যাকআপ কন্ট্রোল সেন্টার (বিসিসি)’ থেকে ‘অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি)’-এ বদলানো হচ্ছে। এই কাজের জন্যই আগামী শুক্র এবং শনিবার ওই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।

Salt_Lake_Stadium_Merto_Station_19

এই পূর্ব-পশ্চিম মেট্রো লাইন যা ‘গ্রিন লাইন’ হিসাবে সমধিক পরিচিত, সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা দেয়। এই মেট্রো রুট চালু হওয়ায় অফিসের ব্যস্ত সময় শিয়ালদহ থেকে সল্টলেকের অফিস পাড়ায় পৌঁছনো অনেক সহজ হয়েছে। দেখা গিয়েছে যে এই রুটে শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫৫ মিনিটে আর সল্টলেক থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। উল্টোদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

এবার আর কিছুদিনের মধ্যেই শিয়ালদহ পেরিয়ে গঙ্গার নীচ দিয়ে সেই মেট্রো পৌঁছবে হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান পর্যন্ত। সুবিধা পাবেন গোটা হাওড়াবাসী। আপাতত অপেক্ষায় রয়েছেন সকলে।

তবে, শুক্র ও শনি, এই দু’দিন মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় বেশ কিছুটা মানুষের ভোগান্তি বাড়বে বলেই সকলে আশা করছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...