গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ করলেন জয় শাহ ! কেন বেছে নিলেন তাকে?

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দলে যোগ দিলেন গৌতম গম্ভীর। ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ সোশ্যাল মিডিয়ায় নতুন কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করেছেন।

এই প্রাক্তন ক্রিকেটার ২০০৩ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট দলে খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলেন এবং জাতীয় দলে তার শেষ ম্যাচ ছিল ২০১৬ সালে ইংল্যান্ডের বিপরীতে।

Highlights:

১। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

২। জীবনের নতুন অধ্যায়ের সূচনায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

৩। ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে দক্ষ ব্যক্তিত্বকে বাছাই করেছেন।

তবে এইবার ভারতীয় ক্রিকেট দলে তার আগমন নতুন রূপে। পূর্বে আইপিএল টুর্নামেন্টে মেন্টর কোচ হিসেবে তাকে দেখা গেলেও ভারতীয় দলের কোচ হিসাবে এই প্রথমবার তার জীবনের নতুন পর্ব শুরু হবে।

এবিষয়ে সিএসির সদস্য যতীন পরাঞ্জপে জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হিসাবে তাদেরকেই বাছাই করা হয় যাদের অতীতের ট্র‍্যাক রেকর্ড খুব ভালো থাকে। আর সেক্ষেত্রে গৌতম গম্ভীরকে বাছাই করার অন্যতম কারণ গৌতম গম্ভীরের ট্রাক রেকর্ড অসাধারণ। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে তার পারফরম্যান্স চোখে পড়ার মতন ছিল। এছাড়াও কেকেআরের টিমের ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে বারংবার সফলতা এনে দিয়েছেন তিনি। তাই প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের পরে গৌতম গম্ভীরকেই বেছে নেওয়া হয়েছে। 

গম্ভীর তার জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, জাতীয় দলে তার প্রত্যাবর্তন ঘটেছে, কিন্তু এইবার ভিন্ন টুপিতে। তার দায়িত্ব থাকবে প্রত্যেক ভারতীয়কে যাতে তিনি গর্ব অনুভব করাতে পারেন।

ইতিমধ্যে দলের সমস্ত দায়িত্ব খুব দক্ষতার সাথে বুঝে নিয়েছেন গৌতম গম্ভীর। সূত্রের খবর, ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে দক্ষ ব্যক্তিত্বকে বেছে নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ার গৌতম গম্ভীরের প্রথম পছন্দ এবং বোলিং কোচ হিসেবে তিনি বেছে নিয়েছেন বিনয় কুমারকে।

উল্লেখ্য, গৌতম গম্ভীরের পূর্বে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। ২০২১ থেকে ২০২৪ সালের সময়কালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় এনে দিয়ে তিনি তার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এখন এটাই দেখার, দলের নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীর নিজেকে কতটা প্রমাণ করতে পারেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...