‘মেয়েরা জানা যায় তাঁদের সৌন্দোর্য দ্বারা’ এই কথাটি যুগ যুগ ধরে সমাজে প্রচলিত| কিন্তু অনেকের মনে বহুবার প্রশ্ন আসে, ‘কেন মেয়েরা দিনে বারবার আয়না দেখে?’
মেয়েরা প্রত্যেকবার তাঁদের ফটো এডিট করে নিখুঁদ বানতে চায়| তাঁরা কখনো নিজের সাধারণ রূপ সবার সামনে আনতে চায় না| তাদের মনে হয় তাঁদের যদি কোনো অংশে কম মনে হয় অন্যদের থেকে তাহলে এর থেকে বেশি লজ্জার কিছু থাকবে না|
আয়না দেখে মেয়েদের মনে আসা কিছু সাধারণ কথাগুলি হলো:
“আজ আমাকে মোটা লাগছে না তো?”
“আমার চুলটা ঠিক মতো বাঁধা হইনি!”
“আমার এই ‘মেকআপ’ টা যাচ্ছে টপের সাথে?”
“মেক-আপ টা হালকা করতে হবে মনে হয়”
“কাজল তা ঘেটে যায়নি তো?”
“এই ড্রেস টা আমকে মানাচ্ছে না!”
লিপস্টিকটা, টিপ, কানের, হার, ড্রেস, ব্যান্ড এমনকি পুরো ‘মেক-ওভার’ করতে ও সেটা বজায় রাখতে তাদের আয়নার দরকার পরে|
মেয়েদের সবসময় আশঙ্কা থাকে যে তাঁদের দেখতে অদ্ভুদ বা কুৎসিত লাগছে না তো!