সত্যযুগে বিষ্ণুদেব কেন কূর্ম অবতার গ্রহণ করেছিলেন?

হিন্দুধর্মে কূর্ম হল বিষ্ণুর দ্বিতীয় অবতার। পূর্বেই সত্যযুগে পৃথিবীকে রক্ষা করতে মৎস অবতার ধারণ করেন তিনি। সত্যযুগেই কচ্ছপ রূপে তাঁর দ্বিতীয় অবতার কূর্ম।

গোরুড় পুরাণে বর্ণিত দশাবতারের কাহিনি অনুযায়ী, সমুদ্রমন্থনকালে এই গল্পের সূচনা।

একবার দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে এক দিব্য পুষ্পমালা উপহার দিয়েছিলেন। ইন্দ্র সেই মালা সাদরে গ্রহণ করে তাঁর বাহন ঐরাবতের মাথায় রাখেন। কিন্তু ঐরাবত সেই পুষ্পমালার গুরুত্ব বোঝেনি। তাই শুঁড়ে জড়িয়ে খেলার ছলে মাটিতে ফেলে নষ্ট করে দেয়। দুর্বাসা মুনি তা জানতে পেরে মহা ক্রুদ্ধ হন।

 প্রচণ্ড রাগে ইন্দ্রকে শ্রীহীন হবার অভিশাপ দেন। ব্রহ্মা তখন পুনরায় অমৃতপ্রাপ্তির জন্য অসুরদের সাহায্যে সমুদ্রমন্থনের পরামর্শ দেন। মন্থন কালে মন্দর পর্বত সমুদ্রে ঢুকে যাচ্ছিল তাই তখন ভগবান বিষ্ণু কূর্ম রূপ ধারণ করে মন্দর পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করেন। এভাবে পুনরায় অমৃত প্রাপ্তি হয়।

দেশের মধ্যে দু’ জায়গায় কূর্ম অবতারে পূজিত হন শ্রী বিষ্ণু। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কুর্মাই মন্দির ও শ্রীকুর্মাম জেলায় কুর্মানাথস্বামী মন্দির অবস্থিত। অত্যন্ত বিখ্যাত মন্দির। এই মন্দিরে আছে প্রচুর কচ্ছপ। সাধারণ তীর্থযাত্রীদের পাশাপাশি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের কাছেও এটি পীঠস্থান।

  

এটা শেয়ার করতে পারো

...

Loading...