আমাদের প্রত্যহ জীবনে যে দুটি জিনিস ছাড়া আমরা বাঁচতে পারব না, তা হল জল ও অক্সিজেন। কখনো ভেবে দেখেছেন, আমাদের জীবনের অতি প্রয়োজনীয় এই জলের উৎস কুয়োর কথা।
আমরা সব সময়ই দেখেছি যে কুয়োর আকার গোলাকার হয়। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে যত কুয়ো আছে সেই সবের আকারই গোল। কিন্তু এমন অদ্ভুত আকার কেন? কুয়ো চৌকো বা ত্রিভুজাকারও হতে পারতো। কিন্তু তা হয় না। কারণ জানা আছে?
কুয়োর এই অদ্ভুত আকৃতির পেছনে রয়েছে বিজ্ঞানের সহজ উত্তর। এই গোল আকৃতির কারণ, জলের চাপ সমান রাখা। একটি পাত্রে জল রাখলে তার কোণের কাছে চাপ সবথেকে বেশি থাকে। সেই কারণেই খেয়াল করলে দেখা যাবে, আমাদের বাড়িতে থাকা গ্লাসের আকৃতিও গোলাকার। এই আকৃতি হলে তার কোণ থাকবে না, ফলে জলের চাপ সবদিকে সমান হবে।
কিন্তু যদি গোলাকার না হয়ে কুয়ো অন্য আকৃতির হয়, তবে জলের চাপ কোণগুলিতে বেশি শক্তিশালী হবে এবং তার ফলে কূপটি দীর্ঘস্থায়ী হবেনা। সেটি অল্প দিনের মধ্যেই ধসে পড়বে।
এছাড়াও এই গোলাকার আকৃতির অন্যতম কারণ, কূপটি যাতে মাটিতে বসে না যায়। কুয়ো যদি নানা আকৃতির হয় তবে জলের চাপের সাথে সেই নির্মাণটি মাটির উপরেও চাপ ফেলবে। ফলে কিছু বছরের মধ্যে সেটি মাটিতে বসে যেতে পারে। কিন্তু গোলাকার আকৃতির ফলে চারিদিকে সমান চাপ থাকবে এবং একটি স্বাভাবিক ব্যালেন্স কাজ করবে কূপের নির্মাণে। এর ফলে বছরের পর বছর ধরে কুয়োটি স্থায়ী হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, কুয়ো গোলাকার হলে এর নির্মাণকাজও অনেক সহজ হয়। একটি বর্গাকার বা চৌকো কূপ তৈরি করা অপেক্ষাকৃত কঠিন কারণ তার কোণ সহজে নির্মাণ করা যায় না। এই কারণেই কুয়ো গোলাকার তৈরি করা হয়।