৪৫ মিনিটের আটটা এপিসোড। ফ্রেমে ফ্রেমে মাধুরী। দ্য ডিভা।
কোনও ফ্রেমে তিনি স্বয়ং। কোনও ফ্রেমে চরিত্ররা আবর্তিত হয়েছে তাঁর টানেই। দ্য ফেম গেম। এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটি প্লাটফর্মে পা রাখলেন মাধুরী। ‘দ্য ফেম গেম’ একেবারে কেন্দ্রে তিনি।
অনামিকা আনন্দ। ছবির দুনিয়ার স্টার। অনামিকা নিজেই যেন ইন্ড্রাস্ট্রি। ছবির সেট থেকে ছবির ফ্রেম তিনিই শেষ কথা। অনামিকা বিবাহিতা। দুই সন্তানের মা। অপত্য স্নেহের সামনে ভুলে যান তিনি স্টার। অন্দরমহলের অনামিকা আর সেটের অনামিকা যেন আলাদা মানুষ। একদিকে গ্ল্যামার, লাইমলাইট, ফ্যানেদের পাগলামি, বিপুল বৈভব আর ক্ষমতা। অন্যদিকে গ্ল্যামার দুনিয়ার চোরা অন্ধকার আর মানবিক সম্পর্কের জটিল মনস্তত্ব। দুই মিলিয়ে ‘দ্য ফেম গেম’। এক কথায় যদি জিজ্ঞাসা করা হয়, ‘দ্য ফেম গেম’-এ কী আছে? তাহলে তার একটাই উত্তর হয়। মাধুরী মাধুরী আর মাধুরী।
এক অ্যাওয়ার্ড ফাংশন থেকে ফিরে হঠাৎ নিখোঁজ হয়ে যান অনামিকা আনন্দ। ‘অনামিকা খান্না নিখোঁজ’-এর ঘটনায় উত্তাল হয়ে ওঠে চারপাশ। মুখ্যমন্ত্রী থেকে সাধারণ মানুষ। মিডিয়া থেকে পুলিশ আধিকারিক। গল্পের শুরু সেখান থেকেই।
টান টান থ্রিলার চুম্বকের মতো টেনে রাখে। সেলিব্রিটি জীবনের অনিশ্চয়তা, আর্থিক টানাপোড়েন, ব্রোকার সংযোগ, ঘর আর বাইরের সমস্যা, সম্পর্ক- তারকার জীবনের সব দিকগুলো উঠে এসেছে। চিত্রনাট্যের সূতো এতটুকু আলগা হয়নি কোথাও। কৃতিত্ব প্রাপ্য শ্রী রাওয়ের।
সিরিজে অনামিকা খান্নার স্বামী নিখিল মোরের ভূমিকায় সঞ্জয় কাপুর। অনামিকার একদা প্রেমিক এবং সহ অনিনেতার ভূমিকায় মানব কাউল। অনামিকার মা সুহাসিনী মুলে। তদন্তকারী মহিলা অফিসার রাজশ্রী দেশপান্ডে।
অনামিকা খান্নার কী হল? কী কারণেই বা নিখোঁজ হলেন? সেই রহস্য জাগিয়ে রাখা হয়েছে সিরিজের পরের সিজনের জন্য। তবে সে নিয়ে এই মুহূর্তে কোনও খবর নেই। মাধুরীর ভক্তরা একটাই কথা বলছেন, ‘বাতাও কব আ রাহা হ্যায়’…