আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচেই জয় পেল কোহলি বাহিনী।প্রথম ম্যাচে ৭৬ রান ও দ্বিতীয় ম্যাচে ১৪৩ রানে জয় পেল ভারত। ভারতের ব্যাটিং ও বোলিং লাইনআপের ধার সামলাতে পারল না আয়ারল্যান্ড। একদিকে রোহিত শর্মা, কেএল রাহুলের মত ব্যাটসম্যান তো অন্যদিকে যুগভেন্দ্র চ্যাহেল ও কুলদীপ যাদবের মত বোলারদের ছন্দে থাকায় সিরিজ জয় পেতে খুব একটা অসুবিধা হয় নি ভারতের। প্রথম ম্যাচে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান করে ভারত তবে জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রাানেই শেষ হয় আইরিসদের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করে ভারত কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ৭০ রানেই শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।ইংল্যান্ড সফরের আগে ভারতের এই পারফরম্যান্সে যথেষ্ঠ আশাবাদী কোচ রবি শাস্ত্রী।