পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ আছে কোন দেশে?

গাছের প্রাণ আছে – আচার্য জগদীশ চন্দ্র বসু যখন এই আবিষ্কার করেছিলেন, তখন গাছের উপকারীতার কথা ভেবে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু যে গাছ প্রাণী জগতের জীবনধারণের পথে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের আমরা কতটা যত্নে রাখতে পেরেছি? দিনের পর দিন গাছ কেটে পরিবেশ ধ্বংসকেই ত্বরান্বিত করছি আমরা। কিন্তু জানেন কী আমাদের পৃথিবী কত গাছে আছে? কোন অঞ্চলে রয়েছে সবথেকে বেশি গাছ ?

 

হাইলাইটসঃ

১। পৃথিবী কত গাছে আছে?

২। কোন দেশে রয়েছে সবচেয়ে বেশি গাছ?

৩। কোন অঞ্চলে রয়েছে সবথেকে বেশি গাছ?

ভূবিজ্ঞানীদের মতে, বিশ্বের মোট বাসযোগ্য ভূপৃষ্ঠের প্রায় ৩৮% জুড়ে রয়েছে বনভূমি। এটি মোট ভূমি ভাগের ২৬% এর সমান। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, পৃথিবীতে বর্তমানে প্রায় ৩.০৪ ট্রিলিয়ন গাছ রয়েছে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন রেইনফরেস্টের বিস্তৃতি প্রায় ৯.৮ মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সর্ববৃহৎ রেইনফরেস্ট বা অতিবৃষ্টির অরণ্য, যা বিশ্বের মোট রেইনফরেস্টের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা দখল করে আছে। গবেষণায় দেখা গেছে, পৃথিবীর জীববৈচিত্র্যের প্রায় ১০% প্রাণী, উদ্ভিদ এবং অন্যান্য জীবন্ত প্রজাতি এই রেইনফরেস্টে বাস করে। তবে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক গাছ আছে?

ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে রাশিয়া হল সবচেয়ে বেশি গাছের দেশ। রাশিয়ায় প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে, এটি পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ।

কিন্তু সর্বশেষে এটাই সত্য, শহরের উন্নতির লক্ষ্যে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, যা প্রানী তথা জীব জগতের পক্ষে খুব ক্ষতিকারক। প্রবল বন্যা থেকে শুরু করে অত্যাধিক গরম এই সবকিছুর জন্যই পরোক্ষভেবে কাজ করে গাছ ধবংস। তাই উচিত যত পরিমাণে সম্ভব গাছ রোপন করা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...