তিনি শনিবারের ডাক্তার। সপ্তাহের আর ছয়টা দিনের মত শনিবার দিনে দরজি ওয়াংচুক ন্যাশনাল রেফারেল হাসপাতালে এক জন রোগীর অপারেশন শেষ করলেন ডাক্তার লোটে শেরিং। ৫০ বছর বয়সী ডাক্তার, বর্তমান দায়িত্ব পদবীতে-ভুটানের প্রধানমন্ত্রী। সপ্তাহের আর ছয়টি দিনে পৃথিবীর অন্যতম সুখী দেশ ভুটানে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন তিনি। ২০০৮ সালে রাজার একচ্ছত্র শাসনের অবসানের পর তৃতীয় গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হন প্রধান মন্ত্রী লোটে শেরিং। দেশটির মোট জনসংখ্যা বর্তমানে সাড়ে সাত লক্ষ।
চিকিৎসকের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী লোটে শেরিং বিশিষ্ট সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই কাজ তাঁকে চাপ কমাতে সাহায্য করে। তিনি বলেন কেউ যেমন গল্ফ খেলতে পছন্দ করে, কেউ বা আর্চারি করতে পছন্দ করেন তেমন তিনি অপারেশন করতে পছন্দ করেন। সাপ্তাহিক ছুটির দিনে তিনি হাসপাতালেই দিনযাপন করেন। ডাক্তারের বেশে প্রধান মন্ত্রী লোটে শেরিং কে দেখেও হাসপাতালের অন্যান্য কর্মীরা স্বাচ্ছন্দ্যেই কাজ করেন লক্ষ্য করা যায়। এমন পরিবেশ গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী নিজেই। বৌদ্ধ প্রধান দেশ ভুটানকে "সুখী মানুষের দেশ" বলার কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি এ দেশে রয়েছে এমন কিছু নিয়মের নিদর্শন যা দৃষ্টান্তমূলক। রাজধানী থিম্পুতে নেই কোন ট্রাফিক সিগন্যাল লাইট, তামাক বিক্রয় নিষিদ্ধ এ দেশে।
২০১৩ সালে রাজনীতিতে পা রাখলেও মাননীয় লোটে শেরিং-এর দল সে বছর নির্বাচনে তেমন আশাজনক অবস্থায় থাকতে পারেনি। ফলে দেশটির প্রাক্তন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক মাননীয় লোটে শেরিং-কে একটি চিকিৎসক দল গঠন করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনে খরচে চিকিৎসা সেবা দিতে বলেন। সেখান থেকে শুরু, বর্তমান প্রধানমন্ত্রী শেরিং প্রতি সপ্তাহের শনিবার রোগীদের চিকিৎসা করে থাকেন। প্রতি বৃহস্পতিবার পরামর্শ দেন শিক্ষানবীশ এবং নবীন চিকিৎসকদের। এরই মাঝে সোমবার দিনটিতে শুধুমাত্র পরিবারের সাথে থাকেন মাননীয় শেরিং। ভুটানের রাজধানী থিম্পুর রাস্তায় নিরাপত্তারক্ষী ছাড়াই প্রধানমন্ত্রী স্বয়ং গাড়ি চালিয়ে যান। সকল মানুষজনকে আপন বলেই ভাবেন, জানান তিনি।