শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে আসা পূর্ব রেলের যাত্রীদের ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনে পৌঁছতে যতটা সুবিধে ঠিক তেমনি উত্তর শাখার যাত্রীদের মেট্রো স্টেশনে পৌঁছনো একটু অসুবিধে। এবার উত্তরের যাত্রীদের জন্য সেই সুবিধার সমাধান তৈরি হয়েছে, একটি ভূগর্ভ পথ নতুন ভাবে তৈরি হয়।
জানা গিয়েছে, আগে শিয়ালদহ উত্তর শাখার যাত্রীদের শিয়ালদহ আদালত এবং কোলে মার্কেটে পৌঁছনোর জন্য সাড়ে ১০ মিটার চওড়া এবং ১৪৪ মিটার লম্বা একটি ভূগর্ভ পথ ছিল, কিন্তু শিয়ালদহ মেট্রো স্টেশনের পশ্চিম দিকের অংশ নির্মাণের সময়ে ওই পথের ৬৪ মিটার মতন অংশ ভেঙে ফেলতে হয়। তার পর, দু বছর আগে উত্তর শাখার যাত্রীদের কথা ভেবে এই ভূগর্ভ পথটিকে মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয় এবং সেই কাজ সপ্তাহ দুয়েক আগে সম্পূর্ণ হয়েছে। এই নতুন ভূগর্ভ পথের দৈর্ঘ্য এখন ৮০ মিটারে দাঁড়িয়েছে, ফলে যাত্রীদের এখন সুবিধা হবে। যাঁরা মেট্রো থেকে নেমে উত্তর শহরতলির লোকাল ট্রেন ধরবে তাঁরাও এই ভূগর্ভ ধরে এলে উত্তরশাখায় যেতে সুবিধে হবে।
তবে, কাজ শেষ হলেও কবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, তা নির্দিষ্ট ভাবে জানাতে পারেননি মেট্রোর আধিকারিকেরা। সূত্রের থেকে জানা গিয়েছে যে যাত্রী বাড়লেই তবেই ওই ভূগর্ভ পথ খুলে দেওয়া হবে। এই ভূগর্ভ পথটি এক মিটারেরও বেশি নিচু। তাই কিছুটা অংশে ঢালু র্যাম্প তৈরি করতে হয়েছে। পাশাপাশি, বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ভূগর্ভ পথে যাতে আলো এবং হাওয়া খেলতে পারে।মেট্রোর আয় বৃদ্ধি পাওয়ার জন্যে একাধিক দোকান ভাড়া দেওয়ার পথও রয়েছে । মেট্রোর আধিকারিকেরা মনে করছেন যে পরবর্তীকালে যাত্রীদের এই উত্তরের ভূগর্ভ পথ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।