মহানায়ক উত্তম কুমার যখন শ্বশুরমশাই, এক পরিচিতির মাধ্যমে পুত্র গৌতমের জন্য মেয়ে পছন্দ গিয়ে হবু বৌমাকে বলেছিলেন শাশুড়িকে যেন দেখে কারণ তার হার্টের অসুখ আসুখ| এর থেকেই বোঝা যায়ে গৌরীর প্রতি তাঁর চিন্তা| উত্তমকুমার এর সাথে তার পুত্রবধু সুমনার সম্পর্ক ছিল বাবা-মেয়ের| বাড়িতে তিনি কখনও নায়কোচিত ভাবমূর্তি রাখতেন না|উত্তমকুমারের নিজের কোনও কন্যাসন্তান ছিল না, তাই ছেলের বউ যখন সন্তানসম্ভবা, তিনি চেয়েছিলেন যেন মেয়ে হয়| নাতনির নামও তিনি ভেবে রেখেছিলেন| আর যখন সুখবর এল, নাতনিকে এক বার চোখে দেখার জন্য কোনও ক্রমে শুটিং প্যাকআপ হতেই গন্তব্য নার্সিংহোম|নাতনির নাম দিলেন নবমিতা|রবীন্দ্রসঙ্গীত গাওয়ার শখ ছিল উত্তমকুমারের| সুমনার ইচ্ছে ছিল তাঁর শ্বশুরের গান রেকর্ড করার| আদরের বৌমার এ হেন শখের কথা শুনে ভুবন ভোলানো হাসিতে ফেটে পড়েছিলেন| সেই হাসি আজও যেন ছড়িয়ে রয়েছে মহানায়ক উত্তমকুমার এর বাড়িতে|