চা ওয়ালা যখন ত্রাতা

দিনান্তেই ফুরিয়ে যায় কৃষকদের উপার্জন, তার সাথে চাষের জন্য ধার করা অর্থের বোঝা। এমন পরিস্থিতিতে দেখতে ছোট মনে হলেও বৃহৎ হৃদয় নিয়ে পাশে দাঁড়ালেন একজন চা ওয়ালা শিব কুমার

ঘূর্ণিঝড় গাজার প্রভাবে তছনছ হয়ে গিয়েছিল গ্রাম।তামিল নাড়ুর দুককোট্টাই ভামবন গ্রামে এই ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতিগ্রস্থ হয় চাষের জমি। সেই জমিতেই চাষের জন্য আগেই ধার-দেনা করেছিলেন কৃষকরা। জানা যায়, ওই গ্রামেরই একজন চা বিক্রেতা শিব কুমার, কৃষকদের এই অভাব অনটনের মুহূর্তে একটি কাগজে ছাড়পত্র ঝুলিয়ে দেন টি স্টলে।গাজার প্রভাবে আক্রান্ত চাষিদের সমস্ত দেনা মকুব করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, ওই চায়ের দোকানে গ্রামের প্রচুর চাষি চা-বিস্কুট খেতে যেতেন। তাদের ধার দেনাও লেখা থাকত। অনেককে টাকা ধার দিয়েছেন শিব কুমার। এই দুর্দিনে কৃষকদের অবস্থা দেখে শিব কুমার নিজেই এই সব কৃষকদের ধার চুকিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নেন।

ভাবলে মনে হয় অতি সামান্য উদ্যোগ কিন্তু ঐ টুকুই কৃষকদের দুর্দিনে অনেকটা বোঝা লাঘব করল।  শিব কুমার চা ওয়ালার এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের সু-নাগরিক এবং বিবেক সম্পন্ন মানুষের দৃষ্টান্ত হয়ে রইল

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...