হোয়াটসঅ্যাপে নতুন অ্যাডিং অপশন

হোয়াটসঅ্যাপে তো স্ট্যাটাস অপশন তো ছিলই। টেক্সট, ইমেজ, ভিডিও সবই পোস্ট করা যেত সেখানে। এবার হোয়াটসঅ্যাপের সেই স্ট্যাটাস সরাসরি অ্যাড করা যাবে ফেসবুকে। ফেসবুক স্টোরি হিসাবে। হোয়াটসঅ্যাপের বিটা 2.19.151 ভার্সান থেকেQr কোডের মাধ্যমে কনট্যাক্ট শেয়ার করা যাবে ফেসবুকে। অনেকটা লিঙ্কড ইন অ্যাপে যেভাবে প্রোফাইল শেয়ার করা হয়। ফেসবুক Qr কোড দিয়ে ইনস্টাগ্রামে নেম ট্যাগ ফিচার আনতে চলেছে। কনট্যাক্ট শেয়ারের ক্ষেত্রে Qr কোডকে গুরুত্ব দেওয়া হচ্ছে

হোয়াটসঅ্যাপ টিপস্টার এক রিপোর্টে জানিয়েছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস অপশনের ঠিক নিচেই অ্যাড টু ফেসবুক স্টোরি অপশন থাকবে

গত বছর জানুয়ারিতে ইনস্টাগ্রাম স্টোরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ারের অপশন এনেছিল সংস্থা। এ বছর নতুন ফিচার আনার পরিকল্পনা আছে তিন সংস্থারই।

হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে। ফেসবুকের মার্কেটিং টিম সম্প্রতি এই ঘোষণা করেছে। সম্পূর্ণ ডিসপ্লের উপরে বিজ্ঞাপন দেখানো হবে। তার উপরে থাকবে একটি লিঙ্ক। ইনস্টাগ্রাম স্টোরিকে যেভাবে বিজ্ঞাপন কাজ করে একই ভাবে হোয়াটসঅ্যাপ স্টেটাসে কাজ করবে এই পরিষেবা।        

একাধিক নতুন ফিচার আনার সঙ্গে সঙ্গে অবশ্য আরও একটি বড় ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে মার্কিন মেসেজিং সংস্থাটি জানিয়েছে এই বছর অর্থাৎ ২০১৯ সালের  ৩১ ডিসেম্বরের পরে উইন্ডোজ হ্যান্ডসেট থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ  আর ব্যবহার করা যাবে না

 হোয়াটসঅ্যাপ সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, সম্প্রতি উইনডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট সংস্থা। এই জুন মাসেই উইনডোজ ফোন এর জন্য শেষ আপডেট পাঠাবে হোয়াটসঅ্যাপ। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত উইনডোজ  ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে

২০১৬ সালে উইনডোজ-৭ এর এ সাপোর্ট বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ। এছাড়াও ব্লগ পোস্টে জানানো হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই Android v2.3.7 বা তার পুরনো আর iOS 7 বা তার পুরনো ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...