মকর সংক্রান্তির দিন কী করলে সৌভাগ্য ফিরবে জানেন?

আজ মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনটিই হল মকর সংক্রান্তি। এই দিনটি আবার পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। পৌষ সংক্রান্তি কেন এত শুভ? এই প্রসঙ্গে সনাতন শাস্ত্রে একটি ব্যাখ্যা আছে, যেখানে বলা হয় যে, অশুভ হিসেবে পরিচিত মল মাস পৌষ মাসের অশুভ লক্ষণ সকল কেটে গিয়ে শুভত্বের সূচনা হতে শুরু করে এই পৌষ বা মকর সংক্রান্তির পুণ্য লগ্ন থেকেই। গোটা দেশজুড়েই মকর সংক্রান্তির দিনটি নানাভাবে উদযাপিত হয়।

অন্যান্য উৎসব-পার্বণের মত এই মকর সংক্রান্তির ও কিছু বিধিনিষেধ আছে। বাঙালির অতি প্রিয় এই পার্বণে এমন কিছু কাজ আছে যা করলে অর্থনৈতিক সংকট কেটে যায় এবং ভাগ্যের চাকা ঘুরে সুসময় আসে। কিন্তু অনেকেই সেগুলি জানেন না। মকর সংক্রান্তির দিন আসলে কী করা উচিত বা ঠিক কীভাবে এই দিনটি পালন করা উচিত জানেন?


মকর সংক্রান্তির দিন এই কাজগুলো করলে অর্থনৈতিক সংকট কাটার সঙ্গে সঙ্গে ভাগ্যোন্নতিও ঘটবে

১। মকর সংক্রান্তির দিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠুন আর বিছানা ছেড়ে সবার আগে “নমঃ কৃষ্ণায় নমঃ,নমঃ গোবিন্দায় নমঃ” বলে শ্রী ভগবানের উদ্দেশ্য প্রণাম জানান।

২। এরপর বাসি কাপড় ছেড়ে সকাল-সকাল স্নান করে নিন ও শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই শ্রী ভগবানের মুখনিঃসৃত গীতার একটি শ্লোক পাঠ করবেন ও ভক্তি সহকারে গীতা মাথায় ছুঁইয়ে প্রণাম করবেন ও পরিবারের সকল সদস্যের মাথাতেও ছোঁয়াবেন। কারণ শ্রী গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী তাই মকর সংক্রান্তির পূণ্য লগ্নে শ্রী গীতার আরাধনা করলে ভগবানের কৃপায় সকল অশান্তি কেটে গিয়ে আপনার জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে।

৩। এরপর ঘর বা উঠোনে সুন্দর করে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করুন। এইদিন শুদ্ধ মনে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করলে স্বাস্থ্য উন্নতির সাথে সাথে রোগ মুক্তি ঘটে ও সূর্যদেবের কৃপায় সকল অভাব অনটন দূরে চলে যায়।

৪। মকর সংক্রান্তির দিন খেয়াল রাখবেন ঘরের ভেতরটা যেন ভালোভাবে পরিষ্কার থাকে কোথাও যেন এতোটুকু নোংরা না থাকে। বাড়ির আশেপাশের জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে রান্না হয় সেই জায়গা এবং ঠাকুর ঘর ও পরিষ্কার রাখবেন।

৫। এইদিন যদি কোন দীন, দুঃখী মানুষকে অন্ন অথবা বস্ত্র দান করা হয়, তবে তা দাতার জন্য সৌভাগ্য নিয়ে আসে। তবে দান যথাসম্ভব গোপনে করবেন। সনাতন শাস্ত্রে বলা হয় যে, দান এমনভাবে করা উচিত যাতে তা দাতা ও দান গ্রহণকারী ব্যক্তি ব্যতীত কেউ জানতে না পারে। কাউকে জানিয়ে অপরকে কিছু দিলে তা আর দান থাকে না, তা নিজের বিজ্ঞাপন হয়ে ওঠে, তাই দান সব সময় নীরবেই করা উচিত, এতেই দাতা দানের উপযুক্ত ফল লাভ করেন।

৬। মকর সংক্রান্তির দিন বাড়িতে যদি কোন ব্যক্তি আসেন, তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। মিষ্টিমুখ করাবেন আর এইদিন কোন ভিখারী এলেও তাকে ফেরাবেন না, নিজের সামর্থ্যমতো দান করুন।

৭। সনাতন ধর্মে বলা হয়, যে সূর্যদেব ও তার পুত্র শনিদেবের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে বিরোধ রয়েছে কিন্তু মকর সংক্রান্তির দিন যাবতীয় ক্ষোভ, রাগ ভুলে শনিদেবের বাড়ি যান সূর্যদেব। তাই এইদিন সূর্য পুজো করার রীতি পালন করলে পিতা (সূর্য দেব)-পুত্র (শনিদেব) দুজনেই প্রসন্ন হন।

৮। এইদিন যদি গঙ্গা স্নান করতে না পারেন, তবে ঘরে থাকা জল স্নানের সময় সর্বপাপনাশকারী জগৎপালক শ্রী হরিকে স্মরণ করুন। এতেই কাজ হবে। কারণ ভগবান শ্রী হরির পাদপদ্ম থেকেই দেবী গঙ্গার সৃষ্টি। তাই পতিত পাবন হরিকে ভক্তিযুক্ত মনে স্মরণ করলেই আপনি সকল পাপের থেকে মুক্তি লাভ করবেন।

৯। মকর সংক্রান্তির দিন বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না করবেন। এইদিন যদি শ্রীভগবানের উদ্দেশ্যে খাবার নিবেদন করে ভোজন করেন তবে তা সব থেকে ভালো হয়। আড়ম্বরপূর্ণভাবে ভগবানকে খাবার নিবেদন করতে না পারলে বাড়ির তৈরি নিরামিষ খাবারে একটা তুলসী পাতা দিয়ে মনে মনে ভগবানের উদ্দেশ্যে সেই খাবার নিবেদন করে তা গ্রহণ করুন।

১০। মকর সংক্রান্তির দিন যেহেতু নবান্ন পালন করা হয়, ঘরে ঘরে নতুন ধান ওঠে এবং অনেক জায়গায় গাছকে প্রকৃতি দেবী হিসেবে পুজো করা হয় সেই কারণে এইদিন গাছ কাটা উচিত নয়। তাই এইরকম কোন ইচ্ছা থাকলে তা ত্যাগ করতে হবে মকর সংক্রান্তির দিন।

১১। মকর সংক্রান্তির দিন প্রাণী হত্যা নিষিদ্ধ তাই এই দিন বাইরে থাকলেও মাছ-মাংস পরিহার করুন।

১২। মকর সংক্রান্তির দিন শুভশক্তির সূচনা হয় তাই সকলের উচিত এই দিন নিজের মধ্যে থাকা রাগ-ক্রোধ-হিংসা-দ্বেষকে দমন করে শান্ত মনে থাকার চেষ্টা করা। মাথায় রাখবেন, এই দিন যেন আপনার ব্যবহারে অথবা আচরণে কেউ কোনোভাবেই আঘাত না পায়। এমনিতেও কর্মফল অনুযায়ী বলা হয় যে, যদি কেউ আপনার দ্বারা আঘাত প্রাপ্ত হয়, তবে সেই আঘাত একদিন আপনার কাছে ফিরে আসবে আর মকর সংক্রান্তিতে এমনিতেই যেহেতু শুভশক্তির সূচনা হয় তাই এই সময় আপনার দ্বারা কোনো অশুভ কাজ হয়ে গেলে তা আপনার অমঙ্গল ডেকে আনবে, তাই সংযত থাকার চেষ্টা করুন আর মানুষ তখনই সংযত থাকতে পারে যখন সে তার মনকে অন্য কোন কিছুর মধ্যে ব্যস্ত রাখে। তাই আপনি যদি এই দিন সারাদিন জুড়ে মনে মনে ভগবানের নাম করতে পারেন বা ভগবানের কথা ভাবতে পারেন,তবে সবথেকে ভালো ফল পাবেন।

১৩। লোকবিশ্বাস অনুযায়ী একটি কথা প্রচলিত আছে, যেখানে বলা হয় যে মকর সংক্রান্তির দিন দূরে কোথাও যাত্রা করা উচিত নয়। তাই দূর দেশে ভ্রমণের ইচ্ছা এইদিন ত্যাগ করুন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...