কুকুর কামড়ালে কি করা উচিত

বাড়িতে পোষ্য রাখতে সবাই চান| কিন্তু সেই পোষ্য যখন কামড়াতে শুরু করে তখনই ঘনায় বিপদ| বাইরের লোক বাড়িতে আসা বন্ধ করে দেয় এমনকি নিজের বাড়িতে নিজেরই নিরাপত্তার অভাব বোধ হয়| অন্যদিকে তেমনই ঘটে বিপরীতটিও| কখনো কোনো আত্মীয়ের বাড়ি গেলেন দেখলেন তার বাড়ির পোষ্যটি দাঁত বের করে আপনার দিকে ছুটে আসছে| প্রথমেই কামড় খেয়ে রক্তারক্তি হওয়ার ভয়টা মনের মধ্যে চেপে বসে| কিন্তু কুকুর পোষ্য হোক বা রাস্তার কামড়ালে তত্ক্ষনাত কি করা উচিত তা কি জানা আছে?

প্রথমেই জেনে রাখা উচিত, বাড়ির কুকুররা এমনভাবেই ট্রেনিং প্রাপ্ত হয় যে বাইরের লোক এলে তারা ঘেউ ঘেউ করে ছুটে যাবেই| সেক্ষেত্রে রাস্তার কুকুররা আলাদা হয়| খুব রাত না হয়ে গেলে পথ কুকুরদের পাশ দিয়ে কেউ গেলেও তারা খুব বেশি অসুবিধার সৃষ্টি করে না| কিন্তু মাথায় রাখা ভালো একটি কথা| কুকুরের সামনে দিয়ে দৌড়ালে বা জোরে সাইকেল চালালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে তা সে বাড়ির কুকুর হোক বা রাস্তার| তখনই তাদের মধ্যে একটি ধাওয়া করার প্রবণতা দেখা যায়| রাস্তা দিয়ে আসার সময়ে বিশেষ করে রাত্রিবেলা সাইকেল ধীরে চালানো উচিত| তাও যদি দেখেন কুকুর তাড়া করছে তাহলে সাহস নিয়ে একটু দাঁড়িয়ে যান এবং হাতের কাছে যা পাবেন তাই ওদের দিকে ছুঁড়ে মারুন| আপনিও অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে ওদের গায়ে বেশি জোরে আঘাত না লাগে|

কুকুর যদি কামড়ে দেয় তখন কি করবেন? অযথা প্যানিক করবেন না| যে স্থানে কামড় বসিয়েছে সেই স্থানটি চেপে বেশ কিছুক্ষণ ধরে রাখুন যতক্ষণ না রক্ত পড়া বন্ধ হচ্ছে| এরপর একটি নরম তোয়ালে বা কাপড় দিয়ে সেই স্থানটি ভালো করে পরিস্কার করুন| সাথে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান বা তরল থাকলে ভালো হয়| এরপর ক্ষত স্থানে অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম লাগিয়ে গজ কাপড় দিয়ে হালকা করে মুড়ে রাখুন| যত দ্রুত সম্ভব ডাক্তার দেখিয়ে ইনজেকশন নিয়ে নিন|

বাড়ির কুকুরদের ছোট বয়স থেকেই ভ্যাকসিন দেওয়া হয় তাই বাড়ির কুকুর কামড়ালে অতটা ভয়ের কিছু না থাকলেও রাস্তার কুকুর কামড়ালে অবশ্যই ইনজেকশন নেওয়া উচিত|

এটা শেয়ার করতে পারো

...

Loading...