Smallest Country in the world: পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যেখানের জনসংখ্যা ১ হাজারও নয়, নাম জানেন?

পৃথিবীর বৃহত্তম দেশগুলি নিয়ে সবসময়ই জল্পনা থাকে তুঙ্গে। কিন্তু জানেন কি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? যে দেশের জনসংখ্যা হাজার অবধিও পৌঁছায়নি। আসুন জেনে নেওয়া যাক।

হাইলাইটসঃ

১। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ অন্য এক দেশের মধ্যে অবস্থিত

২। জনসংখ্যা কত?

৩। কবে স্বাধীন হয়েছিল?

এই দেশটির নাম ভ্যাটিক্যান। আন্তর্জাতিকভাবে এটিই পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। রাশিয়া, ভারতবর্ষ, ইংল্যান্ড ইত্যাদি বড় বড় দেশের কাছে এই ভ্যাটিক্যান নিতান্তই ক্ষুদ্র। তা সত্ত্বেও ভ্যাটিক্যানে নিজস্ব পোস্ট অফিস, রেডিও স্টেশন, টেলিফোন সিস্টেম, এমনকি নিজেদের মুদ্রাও রয়েছে।

১৯২৯ সালে ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি ও পোপ পিয়াসের একাদশ ল্যাটেরান চুক্তির মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়। ভ্যাটিক্যানের জনসংখ্যা এতটাই কম যে এটি কোন কোন দেশের একটা ছোট্ট শহরের জনসংখ্যার সমান। মাত্র ৮২৫ জন মানুষ বাস করেন এখানে। আর সব থেকে অদ্ভুত বিষয়, এটিই পৃথিবীর একমাত্র দেশ যা অন্য দেশের অভ্যন্তরে অবস্থিত। এই দেশটি ইতালির রাজধানী রোমের ভিতরে অবস্থিত। বলা যায়, পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়ার থেকে এই ভ্যাটিক্যান সিটি প্রায় ৩৯ মিলিয়ন ছোট।

এছাড়াও ধর্মীয় দিক থেকে এই দেশ মানুষের কাছে খুব জনপ্রিয়। কনস্টান্টাইন দ্বারা সেন্ট পিটারস ব্যাসিলিকা প্রতিষ্ঠার পর থেকে এটি খ্রিস্টান ধর্মের অন্যতম কেন্দ্র। প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবেও এই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...