গলায় ছোট এলাচের মালা আর হাতে ত্রিশূল। কাশী বিশ্বনাথ মন্দিরে শিব আরাধনায় ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। তিনি পঞ্চোপচার, ষোড়শপচার, রাজোপচার যোগে পুজো দেন বাবা বিশ্বনাথকে। রুদ্রশুক্তোর মন্ত্রপাঠ করেন।
শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের সভাপতি অধ্যাপক নাগেন্দ্র পাণ্ডে জানান, আপন ইচ্ছেপূরণে এই প্রক্রিয়ায় পুজো দেন ভক্ত। নেটিজেনদের প্রশ্ন গলায় এলাচের মালা পরে শিব আরাধনার কি আলাদা মাহাত্ম্য আছে?
হিন্দু বিশ্বাস, আরাধ্য দেবতাকে এলাচ মালা নিবেদন করলে জীবনে সমৃদ্ধি আসে। পরিবারে সৌভাগ্য নিয়ে আসে। এই মালা পরিধানে আধ্যাত্মিকভাব বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি বাড়ে। এলাচ শুক্রকে প্রভাবিত করে। তার ফলে জীবনে উন্নতি হয়, জ্ঞান-বোধ বাড়ে। এলাচের মালা মনস্কামনা পূরণ করে।
শিব আরাধনায় কপালে হলুদ রঙের তিলক আঁকতে দেখা যায় ভক্তদের। এই তিলকেরও আছে আধ্যাত্মিক মাহাত্ম্য। হিন্দু আচারে তিলককে বলা হয় ত্রিপুণ্ড। এই তিলক নেতিবাচক মানসিকতা দূর করে আত্মশক্তিতে বলিয়ান করে। মানসিক শান্তি দেয়। শিব পুরাণে বলা হয়েছে, ভক্তদের কপালে ত্রিপুণ্ড থাকলে অশুভ শক্তি ছুঁতে পারে না।
দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেবদেবীদের এলাচ মালা নিবেদন করা হয়। বিষ্ণুর আর এক অবতার শ্রীহয়গ্রীবের পুজোয় এলাচ মালা আবশ্যিক উপাচার। প্রতি বৃহস্পতি বার তাঁকে পুজো করা হয় এলাচ মালা দিয়ে। বাস্তুশাস্ত্র অনুসারেও গৃহের নির্দিষ্টস্থানে এলাচ মালা রাখলে আর্থিক স্থিতি আসে।
উত্তর ও দক্ষিণ ভারতে শুভ কাজে এলাচ মালা পরার চল আছে।