মহাশিবরাত্রিতে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে কী কী নিবেদন করবেন?

শিব সদাশিব। ভক্তদের ভোলেবাবা। সর্বত্যাগি শ্মশান সন্ন্যাসী। ভক্তি ভরে একটি বেলপাতা তাঁকে নিবেদন করলেই তিনি সন্তুষ্ট। কিন্তু তাঁর উপাসনায় যদি সামান্য ত্রুটি হয় তাহলেই তিনি হয়ে ওঠেন প্রচন্ড। শিবের আরাধনায় কোনও পুরোহিত লাগে না। ‘ওঁ নমঃ শিবায়ঃ’ মন্ত্রে একঘটি গঙ্গা জল আর তেলপাতা দিয়ে নিজগৃহে আরাধনা করা যায় তাঁর। তবে কতগুলি বিধি মেনে চলা আবশ্যক। 

ধুতরো ফল শিবের মাথায় অর্পণ করলে শিবঠাকুর খুব সন্তুষ্ট হন। আকন্দ ও ধুতরো ফুলও মহাদেবের পুজোয় আবশ্যিক। শিবের মাথায় গঙ্গাজল অবশ্যই ঢালতে হবে। সেই জলে সিদ্ধি মিশিয়ে নিতে ভুলবেন না। এছাড়া কাঁচা দুধ, মধু, গঙ্গাজল, সিদ্ধি মিশিয়েও শিব স্নান করানো হয়। আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন। তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিতে হবে। রুপোর সাপ, যদি কালসর্প যোগ থাকে, তা হলে রুপোর জোড়া সাপ নিবেদন করতে হবে। শিব পুজোয় ভাং বা সিদ্ধি লাগে। স্নানের সময় একটি ভাং পাতা দিন বা ভাং বেটে সেটা দুধ ও গঙ্গাজলে মিশিয়ে দিতে পারেন। শিবের মাথায় জল ঢালার সময় মাটি, তামা বা পিতল, রূপোর পাত্র ব্যবহার করতে হবে।

ভগবান শিবের পুজোয় বেশ কিছু নিষেধ বিধিও আছে।

শিবের পুজোয় স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না। তুলসী পাতা, কেতকি, চাঁপা শিবের পুজোয় ব্যবহার করা যাবে না। নারকেল, সাদা তিল শিব পুজোয় ব্যবহার করা যাবে না। শিব পুজোয় শঙ্খ, ঘন্টার ব্যবহার করা যায় না। সিঁদুর কোনও ভাবেই শিব পুজোয় দেবেন না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...