রেডিওথেরাপি কি পারে ক্যান্সারকে সমূলে বিনাশ করতে?

মানবদেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে আক্রান্ত হতে হয় মারণ ব্যাধি ক্যান্সারে। ক্যান্সার মানে কর্কট রোগ। একবার শরীরে থাবা বিছতে শুরু করলে আর নিস্তার নেই- বহুদিন পর্যন্ত ক্যান্সার নিয়ে এই ধারণাই প্রচলিত ছিল, কিন্তু ধীরে ধীরে বদল এসেছে এই ধারণায়। বেড়েছে রোগ নিয়ে সচেতনতা।
সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা- এই দুই এক হলে ক্যান্সার মুক্ত হয়ে ফিরে আসা যায় স্বাভাবিক জীবনে।
ক্যান্সার নিরাময়ের জন্য যেসব চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে প্রধান দুই পদ্ধতি  কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি।
কেমাথেরাপি সম্বন্ধে ধারণা আছে মানুষের, কিন্তু রেডিয়েশন থেরাপি কী?
রেডিও আইসোটোপ থেকে উৎপন্ন উচ্চমাত্রার রেডিয়েশন প্রয়োগ করে যে চিকিৎসা করা হয়, তাই রেডিয়েশন থেরাপি বা সংক্ষেপে রেডিও থেরাপি।

রেডিও আইসোটোপ থেকে উৎপন্ন রেডিয়েশন প্রাণীর দেহের জন্য ক্ষতিকর। দেহের কোষে প্রবেশ করলে কোষের মৃত্যু হয়। ঘটে। নিয়ন্ত্রিত উপায়ে নির্দিষ্ট কোষের উপর প্রয়োগ করলে শুধু সেই নির্দিষ্ট কোষের মৃত্যু ঘটে। এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ক্যান্সারের ছড়িয়ে পড়া রুখতে ক্যান্সার আক্রান্ত কোষে রেডিয়েশন প্রয়োগ করা হয়। ক্যান্সার কোষের উপর রেডিয়েশন প্রয়োগ করলে উচ্চ মাত্রার রেডিয়েশনে উপস্থিত গামা রশ্মি বা এক্স রশ্মি ক্যান্সার কোষগুলোকে বাধা দেয় অথবা কোষের প্রোটোপ্লাজম নষ্ট করে সম্পূর্ণ কোষকে মেরে ফেলে। ক্যান্সার কোষের ডিএনএ নষ্ট করে এর বৃদ্ধি রোধ করে।
ক্যান্সারের ধরন, আক্রান্ত স্থানের ধরণ, টিউমার সেলের বৃদ্ধি হার, টিউমারের আকৃতি রোগীর রোগ প্রতিরোধের ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে রেডিও থেরাপি বেশ কয়েক ধরনের হতে পারে। তার মধ্যে প্রধান- এক্সটার্নাল বিম রেডিও থেরাপি এবং ইন্টারনাল রেডিও থেরাপি
এক্সটার্নাল বিম রেডিও থেরাপিতে রেডিয়েশন মেশিনের সাহায্যে দূর থেকে রোগীর শরীরের ক্যান্সার আক্রান্ত স্থানে রেডিয়েশন প্রয়োগ করা হয়।

ইন্টারনাল রেডিও থেরাপিতে তেজস্ক্রিয় ক্যাপসুল রোগীর শরীরের ক্যান্সার আক্রান্ত অংশের সংলগ্ন অঞ্চলে সার্জারির মাধ্যমে স্থাপন করা হয়। প্রতিদিন এই ক্যাপসুল থেকে রেডিয়েশন বের হয় এবং ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়। একে ব্রাকিওথেরাপিও বলা হয়।
এছাড়া আছে সিস্টেমিক রেডিও থেরাপি এবং প্রোটন বীম থেরাপি।

রেডিও থেরাপির প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। এইসব পার্শ্বপ্রতিক্রিয়া থেকে দ্রুত মুক্তি পেতে নিয়মিত চিকিৎসা চলে।

সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অঙ্কোলজি বিভাগে ক্যান্সার কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ রেডিয়েশন থেরাপির।  এবিষয়ে আধুনিকতম চিকিৎসা পদ্ধতির সুযোগ পাওয়া যায়।  সংস্থার ওয়েবসাইটেও মেলে বিস্তারিত তথ্য। এছাড়াও আছে ২৪ ঘন্টা কার্যকরী হেল্পলাইন নম্বর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...