শিশুদের চোখের ক্যানসারে সবচেয়ে কমন রেটিনোব্লাস্টোমা

চোখের দৃষ্টি ঝাপসা। চোখে ব্যথা। চোখের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি। চোখের মধ্যে কালো দাগ বা অস্পষ্ট রেখা। চোখে এই ধরনের সমস্যা দেখা গেলে প্রথম পর্যায়ে খুব গুরুত্ব দেওয়া হয়। দৃষ্টিশক্তির সমস্যার সহজ সমাধান ‘চশমা’ বা বড়জোর ‘ছানি’ এই সমস্যার মধ্যেই ভাবনাকে আবদ্ধ রাখা হয়। কিন্তু চোখ এক জটিল অঙ্গ। তাই দিইয়েই এই ভূলোক-গোলককে দেখতে পাই আমরা। রং, রূপ, বর্ণের স্বাদ পাই। তাকে বোধহয় এমন হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ এই সব সাধারণ সমস্যাই হয়ে উঠতে পারে জটিল সমস্যার প্রাথমিক লক্ষণ। এমন কি কর্কট রোগেরও।

হ্যাঁ, চোখেও হতে পারে ক্যানসার। চোখের ক্যানসার মোটেই বিরল নয়।

চোখের তিনটি প্রধান অংশ রয়েছে। চোখের পাতা।  কক্ষপথ বা সকেট, এবং অ্যাড্রিনাল কাঠামো মানে চোখের পাতা এবং অশ্রু গ্রন্থি। স্ক্লেরা, রেটিনা এবং ইউভিয়া এই তিনটি স্তর আছে চোখে। রেটিনা এবং ইউভিয়ার আছে রক্তনালী। ইউভিয়া আইরিস, সিলিয়ারি বডি এবং কোরয়েড দিয়ে গঠিত।

চোখের যে কোনও অংশেই দেখা দিতে পারে ক্যানসার। চোখের চারপাশের সুস্থ কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, টিউমারে পরিবর্তিত হয়।

চোখে নানা ধরনের ক্যানসার দেখা দিতে পারে। তবে সবচেয়ে সাধারণ উভয়াল ক্যানসার। এছাড়া ইন্ট্রাওকুলার মেলানোমা, ইন্ট্রাওকুলার লিম্ফোমা, রেটিনোব্লাস্টোমা, হেমাঙ্গিওমা, কনজেক্টিভাল মেলানোমা, ল্যাক্রিমাল ক্যানসার হয়ে থাকে।

শিশুদের চোখের ক্যানসারে সবচেয়ে কমন রেটিনোব্লাস্টোমা। বেশিরভাগ সময় শিশুর পাঁচ বছর বয়স হওয়ার আগেই এই ক্যান্সার শনাক্ত হয়। শিশু গর্ভে থাকা অবস্থায় চোখের পেছনের অংশ রেটিনাতে এটি বিকশিত হতে শুরু করে। শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে রেটিনোব্লাস্ট নামক কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় ও টিউমার গঠন করে।

চোখের রং যাদের নীল এবং সবুজ তাদের এই ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশী। এছাড়াও জিন ফ্যাক্টর। আলট্রা ভায়োলেট লাইটে যাদের বেশি এক্সপোজার তাঁদেরও সম্ভাবনা আছে।  

চোখের ক্যানসারের চিকিৎসা হয় সার্জারি, রেডিয়েশন ও লেজার থেরাপির মাধ্যমে। টিউমার ছোট হলে, দ্রুত বৃদ্ধি না পেলে ও চোখে সমস্যা সৃষ্টি না করলে চিকিত্‍সকেরা পর্যবেক্ষনে রাখেন রোগীকে। সবচেয়ে প্রচলিত লেজার চিকিত্‍সা হল ট্রান্সপিউপিলারি থার্মোথেরাপি।

সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র। একখানকার ওঙ্কলজি বিভাগে আধুনিকতম পদ্ধতিতে ক্যানসার নিরাময় করা হয়। আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। ক্যানসার সংক্রান্ত চিকিৎসার তথ্যের জন্য ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানের ওয়েব সাইটে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...