অ্যাস্ট্রোসাইটোমা এক ধরনের টিউমার যা মস্তিষ্ক ও সুষুম্নাকান্ডে প্রভাব বিস্তার করে। অ্যাস্ট্রোসাইট নামে তারকা আকৃতির নির্দিষ্ট ধরনের গ্লিয়াল কোষ থেকে গুরু মস্তিষ্কে এই ক্যানসারের উৎপত্তি।
বৈশিষ্ট্য অনুযাইয়ী পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, সাবএপেন্ডিমাল জায়ান্ট সেল অ্যাস্ট্রোসাইটোমা, প্লেওমরফিক যান্থোঅ্যাস্ট্রোসাইটোমা, অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোকাইটোমা, গ্লিওব্লাস্টোমা হয়ে থাকে।
অ্যাস্ট্রাসাইটোমা যে-কোনো বয়সে হতে পারে। পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, সাবএপেন্ডিমাল জায়ান্ট সেল অ্যাস্ট্রোসাইটোমা, প্লেওমরফিক যান্থোঅ্যাস্ট্রোসাইটোমা শিশু ও কমবয়সীদের মধ্যে বেশি দেখা যায়। অ্যাস্ট্রোকাইটোমা, অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোকাইটোমা, গ্লিওব্লাস্টোমা যে কোনও বয়সীদের মধ্যে দেখা যায়।
অ্যাস্ট্রোসাইটোমার সমস্যায় টিউমারের অবস্থা অনুযায়ী রোগের লক্ষণ দেখা যায়। টিউমার যদি মস্তিষ্কে হয় তাহলে মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়া প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়তে পারে রোগী। প্রচন্ড মাথাযন্ত্রণার সমস্যাও দেখা দিতে পারে। টিউমার যদি সুষুম্নাকান্ডে হয় তাহলে তা দূর্বল হয়ে পড়ে। টিউমার সংলগ্ন অঞ্চল কার্যক্ষমতা হারাতে পারে।
অ্যাস্ট্রোসাইটোমা ধীরে ধীরে বড় হয়। কিন্তু টিউমার ক্যানসারের চেহারা নিলে দ্রুত পরিস্থিতির বদল ঘটতে থাকে।
সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র। একখানকার ওঙ্কলজি বিভাগে আধুনিকতম পদ্ধতিতে ক্যানসার নিরাময় করা হয়। আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। ক্যানসার সংক্রান্ত চিকিৎসার তথ্যের জন্য ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানের ওয়েব সাইটে।