‘স্কো পা তু মা নাআ’
নেট দুনিয়ায় নতুন ট্রেন্ড। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘোরাঘুরি করতে গিয়ে এতদিনে নিশ্চয়ই চোখে পড়েছে ‘স্কো পা তু মা নাআ’। কখনও সেলিব্রিটিদের ছবি, কখনও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে এই শব্দগুলি ‘স্কো পা তু মা নাআ’ জুড়ে দেওয়া হয়েছে।
YALL I JUST FOUND OUT WHAT SCO PA TU MANAA MEANS SHOUT OUT TO THIS ARTICLE pic.twitter.com/iffaTREDeN
— Kate ᵖᵖᵍᶜ (@srryspasm) July 29, 2019
‘স্কো পা তু মা নাআ’ আসলে একটি প্রচলিত বাক্য। কিন্তু কেউই আসল মানে উদ্ধার করতে পারছে না। অনেকেই মানে জানতে চেয়ে টুইট বা পোস্ট করছে। নিত্য নতুন মিমও ভাইরাল হচ্ছে। আবার অনেকেই মানে-টানে বেশি না খুঁজতে গিয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে দিচ্ছে।
Sco pa tu manaa? pic.twitter.com/w1gFuvQdOv
— bedardi raja (@CopyWalaTweet) July 28, 2019
আরবান ডিকশেনারি অনুযায়ী, শব্দটির উৎস আফ্রিকার দেশ জাম্বিয়ায়। ‘স্কো পা তু মানাআ’ শব্দের অর্থ হল, কোনও নির্দিষ্ট বিষয় বা টপিকে ব্যক্তিগত মতামত ব্যক্ত করা। এই বাক্য কারোর জন্য ব্যবহার করা হলে বোঝানো হবে, ‘ এই বিষয়ে আপনার মতামত কী?’ ঘানার মানুষরা মজা করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘স্কো পা তু মানা’ বাক্যটি পরস্পরের মধ্যে ব্যবহার করে থাকেন।
Sco pa tu manaa pic.twitter.com/TwDl7lGrym
— Cricketopia (@CricketopiaCom) July 28, 2019
হাওয়াইয়ান ভাষায় আবার শব্দটির দু’রকম অর্থ হয়। কোন পরিস্থিতি বা কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে বদলে যায় মানে এবং বানান। বদলে যায় উচ্চারণও। কেউ যদি বলেন ,স্কো পা তু মা না আআ ‘তাহলে বুঝতে হবে, বক্তা বলতে চাইছেন, ‘তুমি প্রচুর টাকা পেতে চলেছ।’
আর কেউ যদি বলেন, স্কো পা তু মা নাআ’ তার অর্থ, ‘দুঃখিত’।
‘স্কো পা তু মানা’ আক্ষরিক অর্থে, ‘আই উইল হিট ইউ’।
Sco pa tu Me not knowing manaa: what it means: pic.twitter.com/07h82qFuz6
— michaela - 91 (@miikayIa_) July 28, 2019
তবে সোশ্যাল মিডিয়ায় অবশ্য ‘স্কো পা তু মা নাআ’ অবশ্য একেবারেই আলাদা ভাবে ব্যবহার করা হচ্ছে। পুরনো স্মৃতি, ছোটবেলার ঘটনা, পছন্দের সেলিব্রিটি, রেস্তোরাঁ, সম্পর্ক এমনকি কোন মানুষের প্রভাব জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সে সব শেয়ারের ক্ষেত্রেও ‘স্কো পা তু মা নাআ’ ব্যবহার করছে নেটিজেনরা।
ঘানার র্যাপ গায়ক কাউলা বিভো সম্প্রতি একটি মিউজিক অ্যালবাম বের করেন। নাম ডাভি নেবা। সেখানে একটি গান ছিল যাতে ‘স্কো পা তু মা নাআ’ ব্যবহার করা হয়েছে। গানটি ইউটিউবে ভাইরাল। ভিউয়ার্স ৭০০০,০০০ ছাড়িয়েছে। তার সঙ্গে ভাইরাল ‘স্কো পা তু মা নাআ’ ফ্রেজও।
I want to clear the air for y’all.
— Jhentil✪ (@jhentil_phlbd) July 29, 2019
The word “Sco pa tu manaa” was brought up and invented by a Ghanaian artist called Patapaa(the one corner hit maker). He came up with the word in a song he was featured on “Daavi ne ba”@patapaa_amisty pic.twitter.com/n3L4OKPZw9
নেটিজেনরা ‘স্কো পা তু মা নাআ’ এর মানে নিয়ে বেজায় ধাঁধায়। নিজেরাই নিজেদের মতো মানে দেওয়ার প্রতিযোগিতা চলছে টুইটারের দেওয়ালে দেওয়ালে।