নখ দেখে কীভাবে বুঝবেন শরীরের হালচাল?

মনে পড়ে ছোটবেলায় ডাক্তারের কাছে গেলেই আগে হাতের নখ দেখতে চাইতেন ডাক্তারবাবু; বড় হলেও বদলায় না সেই নিয়ম। বহু প্রবীণ চিকিৎসক রোগীর হাতের নখ দেখতে চান সর্বপ্রথম।

আসলে নখ শুধু মাত্র রঙে সেজে ওঠার সৌন্দর্য চিহ্ন নয়। অনেক রোগবালাইও প্রথম ধরা দেয় নখে। শারীরিক নানা সমস্যার চিহ্ন ফুটে ওঠে আমাদের নখে। নখের আকার, ধরন, রঙের পরিবর্তন দেখে তার আভাস পাওয়া যায়।

আয়রন ঘাটতিজনিত রক্তাল্পতায় নখ ফ্যাকাশে, পাতলা ও ভঙ্গুর হয়ে যায়। অতিরিক্ত ঘাটতি হলে নখ বেঁকে যায়, যা দেখে কোনও পরীক্ষা ছাড়াই বলে দেওয়া যেতে পারে রোগীর আয়রনের ঘাটতি হয়েছে।

আরেকটি খুবই পরিচিত অসুখ হল নখে ছত্রাকের আক্রমণ। নখে ছত্রাকের সমস্যা হলে নখ উঠে যেতে পারে অথবা হলুদ হয়ে যেতে পারে। এমনকি নখের গোড়ায় পুঁজও হতে পারে। নখে ছত্রাক সংক্রমণ ডায়াবেটিক রোগীদের বেশি হয়ে থাকে। এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন, হরমোনজনিত রোগ যেমন কুশিং সিনড্রোম, দেহের রোগ প্রতিরোধক্ষমতা কম—এমন সমস্যায় থেকেও হতে পারে নখে ছত্রাকের সংক্রমণ ও প্রদাহ।

কিছু কিছু অসুখে নখ পাখির ঠোঁটের মতো বেঁকেও যায়, যাকে ডাক্তারি ভাষায় ক্লাবিং বলা হয়। ফুসফুসের ক্যানসার, ফুসফুসের সংক্রমণ যেমন ব্রঙ্কাইক্টেসিস, ফুসফুসের প্রদাহ, ফুসফুস শুকিয়ে যাওয়া অথবা দীর্ঘমেয়াদি যক্ষ্মা থাকলে এমন হয়ে থাকে। এ ছাড়া হৃৎপিণ্ডের সংক্রমণ, জন্মগত হৃৎপিণ্ডের ত্রুটি, লিভার সিরোসিস, পরিপাকতন্ত্রের প্রদাহ (আইবিডি) ইত্যাদি রোগেও হয়ে থাকে। এমনকি থাইরয়েড হরমোন বেশি হলেও ক্লাবিং হতে পারে। তবে ক্লাবিং কোনো রোগ ছাড়াও হতে পারে, যাকে ফ্যামিলিয়ার ক্লাবিং বলা হয় মানে এটি পারিবারিক।

নখে খাড়াভাবে কালো বা গাঢ় খয়েরি দাগ মোটেও হেলাফেলা করার বিষয় নয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবে মারাত্মক মেলানোমায় আক্রান্ত হলে এমনটা হতে পারে। এমন হলে শুরুতেই তা শনাক্ত করে চিকিৎসা প্রয়োজন।

নখে সাদা সাদা আড়াআড়ি দাগ কিডনি ও যকৃতের রোগের কারণে এবং প্রোটিন ঘাটতির কারণে হতে পারে। দেহের ভেতরে বাসা বাঁধা কোনও রোগের কারণে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়ে এমনটা হয়ে থাকে।

নখ নীল হয়ে যাওয়া মানে শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না। শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং হূদরোগ থেকেও এটা হতে পারে। চিকিত্সাবিজ্ঞানে একে বলে সায়ানোসিস।

এরকম ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...