কান থেকে জল পড়ার সমস্যা কেন হয়?

প্রথমে কানে ঝিঁ তারপরই ব্যথা। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যথা। কোনও কিছুই করার ক্ষমতা থাকে না অসহ্য ব্যথায়। কান থেকে বেরিয়ে আসে জলের মতো তরল পদার্থ। অনেকে বলে কানে জল জমেছে। এই সমস্যাকে বলা হয় কর্ণস্রাব বা ওটোরিয়া। ভাল নামে ওটাইটিস এক্সটারনা।

কান থেকে একটানা রস বেরনো আর অসহ্য যন্ত্রণা এই রোগের প্রধান লক্ষণ। মাথায় আঘাত, কর্ণ নালীতে প্রদাহ, ক্ষত, ভুলভাবে অপরিস্রুত জলে স্নান এসব কারণে হয়ে থাকে ওটোরিয়ার সমস্যা। টেম্পোরাল হাড়ে আঘাত, কানের কোষের অস্বাভাবিক বৃদ্ধি, কানে অস্ত্রোপচার ও অযথা কান খোঁচালেও এই রোগ হতে পারে।

তরল পদার্থ মধ্য বা বাহ্য কর্ণ থেকে বের হয়। কানের পর্দা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রবল আশঙ্কা থাকে এই সমস্যায়। কম শোনা ও বন্ধ  অনুভূতি হতে পারে। কান থেকে বেরিয়ে আসা তরল দুর্গন্ধযুক্ত বা দুর্গন্ধহীন হতে পারে। সমস্যা গুরুতর হলে রক্তপাতও হতে পারে।

এইসব সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আনন্দলোক হসপিটালের ইএনটি বিভাগে চিকিৎসার জন্য তথ্য পাবেন চিকিৎসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং হেল্পলাইনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...