মাথার যন্ত্রণা হয়ে উঠতে পারে বড় বিপদের লক্ষণ!

প্রায়ই মাথার যন্ত্রণা, ঘনঘন ভুলে যাওয়া, হঠাৎ হঠাৎ হাত-পা অবশ হয়ে যাওয়া আপাত দৃষ্টিতে এই সব সমস্যাকে মানুষ সাধারণ বলে মনে করলেও অনেক সময় এই সমস্যা হয়ে ওঠে বড় বিপদের লক্ষণ। এমনকি সেই বিপদ ক্যানসারের পূর্বাভাসও হতে পারে। শুরুর অবহেলায় বড় দাম দিতে হয় তখন।

মাথাব্যথা, সকালে বমি হওয়া, দৃষ্টিশক্তির সমস্যা, চোখ ট্যারা হয়ে যাওয়া, কানে সর্ব ক্ষণ ভোঁ ভোঁ আওয়াজ হওয়া— মস্তিষ্কের ক্যানসারের প্রধানতম লক্ষণ।

ব্রেন ক্যানসার হল কোষের একটি অনিয়ন্ত্রিত বিভাগ। যার ফলে মস্তিষ্কের মধ্যে অস্বাভাবিক বৃদ্ধি হয়। ব্রেন ক্যানসার দু’ধরনের হতে পারে- বিনাইন এবং ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট ক্যানসার মস্তিষ্কের মধ্যে সৃষ্টি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

ব্রেন ক্যানসার কেন হয়, তার সঠিক কারণ একটি নয়। উচ্চমাত্রার অতিবেগুনি রশ্মির বিচ্ছুরণেও ব্রেন ক্যানসারের ঝুঁকি আছে। এমআরআই, সিটিস্ক্যান ব্রেন ক্যানসারের প্রাথমিক পরীক্ষা। ম্যাগনেটিক রিজোনেন্স স্পেকট্রোস্কপি, পিইটি স্ক্যান ইত্যাদি একাধিক পরীক্ষা করা হয়।

ক্যানসার জটিলতা নিরাময়ে পূর্বভারতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সরোজ গুপ্তা ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট। এখানে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং সমস্ত রকম আধুনিক সাপোর্ট সিস্টেম। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত তথ্য ও হেল্পলাইন সহায়তা পাওয়া যায়।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...