সুতপার ব্রণ ফুসকুড়ির সমস্যা ছিলই। তাই ত্বকে আলাদা করে যখন লালচে মতো দাগ দেখা গিয়েছিল প্রথমটা ভেবেছিলেন বোধহয় সেরকমই কিছু হয়েছে। কিন্তু সে দাগ যেন কিছুতেই আবছা হয় না। শেষ পর্যন্ত চিকিৎসকের দ্বারস্থ হতেই হল।
ঝুঁকি নেননি তিনি, রিপোর্ট আসতেই ম্যালিগন্যান্ট। সুতপার স্কিন ক্যান্সার।
স্কিন ক্যান্সার একধরনের ম্যালিগন্যান্ট টিউমার যা ত্বকে হয়। শরীরের যে সব অংশ উন্মুক্ত থাকে যেমন মুখ, গলা, হাত, পিঠ ইত্যাদি অংশে সাধারণত এই ক্যানসার হয়।
বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার হয়। তার মধ্যে মেলানোমা অন্যতম। স্কিন ক্যানসারের মধ্যে মেলানোমা সবচেয়ে ভয়ঙ্কর। এছাড়া বেসাল সেল কার্সিনোমা।মার্জুলিন স্কিন ক্যানসার, স্কোয়ামাস সেল কারসিনোমাও দেখা যায় ভারতীয়দের মধ্যে।
শরীরের ত্বকের কোনও অংশের উপরিভাগে কালো, গোলাপি, লাল ও বাদামি ধরনের দাগ দেখা যায় শুরুর দিকে। শরীরে তিল বা আঁচিল থাকলে অনেক সময় তারও পরিবর্তন ঘটে।
অনেক সময় ত্বকের অংশ খসখসে হয়ে উঠে যেতে পারে। অনেক ক্ষেত্রে তরল জাতীয় কিছুর নির্গমন হতে পারে। শরীরের উপরিভগের ত্বকে এডিমা বা তৈলশূন্যতা দেখা দিতে পারে।
কিছু ক্ষেত্রে ত্বকে মোমের মতো সাদা রঙের কোনও মাংসপিণ্ড। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। কোনও ক্ষত, যেখান থেকে রক্তপাতও হতে পারে।
এই ধরনের উপসর্গ দেখা গেলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত।
ঠিক সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে স্কিন ক্যানসার নিরাময় সম্ভব। সার্জারি এবং রেডিয়োথেরাপি দুভাবেই চিকিৎসা সম্ভব। জরুরি সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু।
স্কিন ক্যানসার চিকিৎসায় সেরা প্রতিষ্ঠান সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট। ত্বকের ক্যানাসার চিকিৎসায় আধুনিকতম চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা হয়। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও এ ব্যাপারে সমস্ত তথ্য পাওয়া যায়। এছাড়াও আছে ২৪ ঘণ্টার হেল্পলাইন ব্যবস্থা।