পুরুষদের মধ্যে সবচেয়ে ‘কমন ক্যানসার’ প্রস্টেট ক্যানসার। এই রোগে পুরুষ দেহের প্রস্টেটগ্রন্থি আক্রান্ত হয়। সাধারণত ৫০-ঊর্ধ্ব পুরুষের মধ্যে এই ক্যানসারের ঝুঁকি বেশি।
প্রস্টেট গ্রন্থির আকার অনেকটা কাজুবাদামের মতো। মূত্রথলির নিচ থেকে যেখানে মূত্রনালি বের হয়েছে, সেটির চারপাশজুড়ে এই গ্রন্থির অবস্থান।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্টেটগ্রন্থির মধ্যে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে। তবে প্রস্টেট বৃদ্ধি মানেই ক্যানসার নয়। বেশির ভাগ হলো বিনাইন প্রস্টেট এনলার্জমেন্ট, মানে এগুলো ক্যানসারে রূপান্তরিত নয়। প্রস্টেট ক্যানসারের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা এখনো সম্ভব হয়নি।
প্রস্টেট ক্যান্সারের কোষ প্রস্টেট টিউমার থেকে বিচ্ছিন্ন হয়ে রক্তনালী বা লিম্ফ নোডের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য অংশে। ক্যান্সার কোষগুলি অন্যান্য টিস্যুর সঙ্গে সংযুক্ত হয়ে নতুন টিউমার তৈরি করতে সক্ষম হয়। ফলে সারা শরীরে ক্যান্সারের সংক্রমণ দেখা দেয়।
তবে কতগুলো বিষয় এই ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বয়স বেশি হলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকিও বাড়ে। প্রস্টেট ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রস্টেট ক্যানসারের কিছু জেনেটিক কারণও আছে।
প্রস্টেটগ্রন্থির প্রদাহ এবং এ রোগের যথাযথ চিকিৎসা না করা এই রোগের অন্যতম কারণ। প্রতিদিনের খাবারের তালিকায় অতিরিক্ত চর্বি ও আমিষ খাবারের সংযোজন। বেশি মাত্রায় সিগারেট, তামাক সেবন। টেস্টোস্টেরনের উপস্থিতি, শরীরের বাড়তি ওজন প্রস্টেট ক্যানসার দ্রুত বৃদ্ধি ও বিস্তারে সাহায্য করে থাকে।
প্রস্টেট ক্যানসারের লক্ষণ
প্রাথমিক পর্যায়ে প্রস্টেট ক্যানসারের কোনও লক্ষণ দেখা যায় না। প্রস্টেট খুব ছোট একটা অঙ্গ হওয়ায় খুব বড় সমস্যায় পড়তে হয় না। যদি প্রস্টেট বড় হয়ে যায়, তাহলে মূত্রনালির মুখ সংকুচিত হয়ে আসে। ফলে মূত্র বের হতে সমস্যা হয়।
মন একবারে ঠিকমতো না হওয়ায় ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হয়, বিশেষ করে রাতে। প্রস্রাবের প্রচণ্ড বেগ, প্রস্রাব করতে কষ্ট ও প্রচুর সময় লাগা। প্রস্রাব করার পরও মূত্রথলিতে প্রস্রাব রয়েছে এমন অনুভূতি হলে সাবধান থাকা জরুরি। পেলভিক অংশে ফোলা ভাব, পা ও পায়ের পাতা অসাড় হয়ে যাওয়া এসব সমস্যাকেও অবহেলা করা উচিত নয়।
গোড়াতেই এই ক্যানসার শনাক্ত করা সম্ভব হলে রোগ-মুক্তির সম্ভাবনা বেশি থাকে।
সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র। একখানকার ওঙ্কলজি বিভাগে আধুনিকতম পদ্ধতিতে ক্যানসার নিরাময় করা হয়। আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। প্রস্টেট ক্যানসার ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়া যায় প্রতিষ্ঠানের ওয়েব সাইটে।