কীভাবে বুঝবেন আপনার শিশু থাইরয়েড সমস্যায় ভুগছে?

খুব চঞ্চল, পড়াশোনায় একেবারে মন নেই। ঘুম কাতুরে স্বভাব। কিছুতেই খেতে চায় না। এমনকি খেলাধূলাতেও অলস। সন্তানকে নিয়ে বাবা-মা অভিভাবকের এমন অভিযোগ বেশ চেনা।

বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ব্যাপার ঘটলে তাকে ছোটদের দুষ্টুমি বা অবাধ্যতা বলে মনে করা হয়। কিন্তু এ সবই হতে পারে অসুখের পূর্ব লক্ষণ।

চিকিৎসকরা জানাচ্ছেন থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণেও শিশুদের মধ্যে উপরোক্ত লক্ষণগুলি দেখা যেতে পারে।

থাইরয়েড গ্রন্থি থেকে হরমোনের নিঃসরণ সঠিক হারে না হলে শারীরিক বৃদ্ধি থেকে মানসিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজ়ম’ (সিএইচ)।

থাইরো হরমোনের ত্রুটির জন্যই এই রোগ দেখা যায়। সাধারণভাবে থাইরয়েড গ্রন্থি থাকে মানবদেহের গলায়। কিন্তু যাদের থাইরয়েড গ্রন্থি জিভের তলায় বা অন্য অংশে থাকে, তারাই এই সমস্যায় আক্রান্ত হন। আবার গ্রন্থিতে সঠিক পরিমাণ হরমোন উৎপাদন না হলেও এই সমস্যা দেখা দেয়।

অনেক শিশুর জন্ম থেকেই থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকে। বহু শিশুর আবার থাইরয়েড গ্রন্থি অপরিনত হয়। অপরিণত থাইরয়েড গ্রন্থি শরীরে পর্যাপ্ত থাইরয়েডের জোগান দিতে পারে না। নবজাতকদের থাইরয়েড হওয়ার কারণ বেশির ভাগটাই জিনবাহিত। শরীরে আয়োডিনের অভাবেও এই রোগ হতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে।

শিশুদের ক্ষেত্রে কোনও ছোট লক্ষণকেই এড়িয়ে যাওয়া উচিত নয়। শিশুদের থাইরয়েড সমস্যা অনেক সময়ই চেনা যায় না। চিকিৎসা শুরু হতেও দেরী হয়ে যায়।

আনন্দলোক হসপিটালের শিশু বিভাগে চিকিৎসার জন্য তথ্য পাবেন চিকিৎসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং হেল্পলাইনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...