অ্যানি ম্যাট্রিক্স-এ কেরিয়ার গড়তে গেলে পেশাক্ষেত্রে কী ধরনের সুযোগ আছে?

অ্যানি ম্যাট্রিক্স- এ কেরিয়ার গড়তে গেলে পেশা ক্ষেত্রে কী ধরনের সুযোগ আছে? কোর্স স্টাডিজ এবং প্লেসমেন্ট নিয়ে কী কী সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা, বিস্তারিত জানালেন জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট-এর অ্যানিম্যাট্রিক্স বিভাগের প্রধান সুপ্রিয় পোদ্দার।

তিনি জানিয়েছেন, অ্যানিমেশনের বিভিন্ন রকম কোর্স আছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে।অ্যানিমেশন ছাড়াও ভিএফএক্স, ওয়েব, গ্রাফিক্স, ভিডিও এডিটিং এবং ফটোগ্রাফি। এই ইনস্টিটিউটের বিশেষত্ব ওয়ান-টু-ওয়ান শিক্ষা পদ্ধতি। গ্রূপে যেমন ক্লাস করানো হয় তেমন প্রতিটি ছাত্রছাত্রীকে আলাদা আলাদা করেও নজর রাখা হয়।

এই কোর্সগুলি সবই পেশাভিত্তিক কোর্স। সব ধরনের ছাত্রছাত্রীদের কথা ভেবে কোর্সের ব্যয়ও সাধ্যের মধ্যেই। প্রতিটি কোর্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত। কোর্স নির্বাচনের সময় কাউন্সিলিং করা হয় ছাত্রছাত্রীদের। তাদের আগ্রহের জায়গা বোঝার চেষ্টা করা হয়। সেই অনুযায়ী প্রোগ্রাম নির্বাচন করা হয় তাদের। প্রতিটি প্রোগ্রাম ১ বছরের।

ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হয়। ৬ মাসেরও সার্টিফিকেট কোর্স আছে। ১ বছর শেখার পর পোর্টফলিও ডেভেলপমেন্ট ক্লাস হয়। প্লেসমেন্টের জন্য গ্ৰুমিং ক্লাস করানো হয় ছাত্রছাত্রীদের। প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে। কেরিয়ার ফেয়ার হয়। সেখানে পোর্টফোলিও নিয়ে ছাত্রছাত্রীরা অংশ নেয়। ক্যাম্পাস থেকেও বিভিন্ন কোম্পানি সরাসরি নির্বাচন করে তাদের। এছাড়াও ওয়ান-টু-ওয়ান বেসিসে প্লেসমেন্ট দেওয়া হয়।

এই মুহুর্তে অ্যানিমেশনের দুনিয়ায় ভিএফএক্স, মোশন গ্রাফিক্সের চাহিদা এখন খুব বেশি। কাজের সুযোগও বাড়ছে। এই কোর্স বেছে নেওয়ার জন্য বা অ্যানিম্যাট্রিক্স দুনিয়ায় কেরিয়ার করতে চাইলে সৃজনশীল হতে হবে। ক্রিয়েটিভিটিই এই দুনিয়ায় সেরা হওয়ার চাবিকাঠি। কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আধুনিক শিক্ষা পদ্ধতি, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের তুখোড় করে নেবেন এখানকার শিক্ষকরা। ভবিষ্যতে পেশাদার ক্ষেত্রে যাতে স্বচ্ছন্দে নিজেদের জীবন গড়তে পারে ছাত্রছাত্রীরা সেদিকে তাঁদের সদাসতর্ক দৃষ্টি।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...