জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগে কী কী কোর্স করার সুবিধা আছে

উচ্চশিক্ষা থেকে কর্ম সংস্থান সব ক্ষেত্রেই জীবন গড়ে দেয় জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল বিভাগে কী কী কোর্স করার সুবিধা আছে? কোর্স করতে গেলে ন্যুনতম যোগ্যতা কী? কর্ম সংস্থানের সুযোগ কীভাবে পাওয়া যায়? বিস্তারিত তথ্য দিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক প্রবীর কুইলা (Prabir Kuila, HOD Electrical department)

অধ্যাপক প্রবীর কুইলা জানিয়েছেন, ইন্ডাস্ট্রির দিকে লক্ষ্য রেখেই এই কোর্স পরিকল্পনা করা হয়েছে। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে কেউ ট্রেনিং করে বেরনোর পর মার্কেটের যা চাহিদা সেটা তারা এখান থেকেই বুঝতে পেরে যাবে। এক কথায় বলতে গেলে ইন্ডাস্ট্রি যা চায় একজন পেশাদারের থেকে সেই অনুযায়ী একজন ছাত্রছাত্রীকে গড়ে তোলে এখানের সিলেবাস। আইটিআই সমতুল্য এই কোর্স। কোর্সের সময়সীমা ১ বছর।

ট্রেনিং করে বেরনোর পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সংস্থায় চাকুরী যেমন করতে পারে তেমন নিজে স্বাধীনভাবেও মেন্টেনেনসে র কাজ করতে পারে। ব্যবসাও করতে পারে  ইন্ডাস্ট্রিতে মেন্টেনেনসের যতরকম কাজ তা সব করা যায় এই কোর্স থেকে।

জর্জ টেলিগ্রাফে লাইফ টাইম প্লেসমেন্টের সুযোগ থাকায় বেশিরভাগ ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকেই প্লেসমেন্ট পেয়ে যায়। প্র্যাকটিক্যাল ক্লাস হাতে কলমে কাজের ওপর অত্যন্ত জোর দেওয়া হয় এখানে। ক্লাসরুমেও সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা, ল্যাবরেটরীর বন্দোবস্ত আছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...