নবরাত্রির ৯ দিনে ৯ রঙের পোশাক

দেশের নানা প্রান্তে শুরু হয়ে গিয়েছে শারদ নবরাত্রির উদযাপন। মহালয়ার পরের দিন থেকে বিজয়া দশমী বা দশেরা পর্যন্ত ন’টা দিন শারদ নবরাত্রি। হিন্দু শাস্ত্র অনুযায়ী বছরে মোট চারবার নবরাত্রি পালিত হয়। বাকি তিনটি নবরাত্রি হল চৈত্র নবরাত্রি, মাঘী নবরাত্রি এবং গুপ্ত নবরাত্রি।

এই বছর শারদীয়া নবরাত্রি শুরু হয়েছে ১৫ অক্টোবর থেকে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

রামায়ণ অনুসারে ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র শারদীয়া দুর্গাপূজার প্রচলন করেন।

রাবণ বধ করে সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতিনাশিনী দুর্গার অকালবোধন করে নবরাত্রির ব্রত পালন করেছিলেন। ব্রহ্মা দুর্গার এই নয়টি রূপের নামকরণ করেছিলেন। নয়টি নামের নয়টি বৈচিত্র্যময় রূপভেদ রয়েছে। এই নয়টি রূপের নাম হল- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী,সিদ্ধিদাত্রী।

নয় দিন ধরে দেবী দুর্গার এই নয়টি রূপের আরাধনা করা হয়। ভক্তেরা এই নয়দিন ধরে উপোস করেন ও মা দুর্গার পূজা দেন। প্রার্থনা করেন মায়ের আশীর্বাদের। এভাবে কেউ নয়দিন ধরে উপবাস করে, কেউ আবার নবরাত্রির প্রথম দুইদিন বা শেষ দুইদিনও উপোস করেন। তামসিক জীবনযাত্রা ত্যাগ করে সাত্ত্বিক জীবনে থাকতে হয়।

নয় দিন ধরে ভক্তিপূজো, গার্বি নাচ চলে। নয়টি বিশেষ বিশেষ রঙের পোশাক পরেন মহিলারা।

নবরাত্রির প্রথম দিনে শৈলপুত্রীর আরাধনা হয়ে থাকে সেইদিন কমলা রং অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। ।

দ্বিতীয় দিনে ব্রহ্মহারিণীর উপাসনা হয়ে থাকে৷ এই দিন সাদা রং উপসনার জন্য অত্যন্ত শুভ৷ তাই সাদা রঙের পোশাক পরলে অত্যন্ত মঙ্গলময় হতে পারে৷

তৃতীয় দিন চন্দ্রঘণ্টার নামে অর্পিত৷ লাল রং তাঁর অত্যন্ত প্রিয় কেননা লাল সাহস, শক্তি ও শৌযের প্রতীক৷ লাল ফুলের সঙ্গে লাল রঙের পোশাক চন্দ্রঘণ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রিয়৷

শারদীয়ার চতুর্থ দিন পোশাক হবে গাঢ় নীল। মা কুষ্মাণ্ডার জন্য অত্যন্ত প্রিয় রং নীল৷ দেবীর কৃপা পেলে গোলাপি রঙের পোশাক পরতে হবে ৷ । কুষ্মাণ্ডা দেবী অষ্টভুজা দেবী নামেও পরিচিত কারণ তার আটটি বাহু রয়েছে।

পঞ্চম দিন স্কন্দমাতার দিন৷ তাঁর হলুদ রং অত্যন্ত প্রিয়৷ হলুদ রঙের পোশাক পরে উপাসনা করলে জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে ৷

নবরাত্রির ষষ্ঠ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই দিনে দেবী কাত্যায়নীর নামে অর্পিত। এ দিনের পোশাক সবুজ।

নবরাত্রির সপ্তম দিন দেবী কালরাত্রির নামে। এই দিনের পোশাক ধূসর।

নবরাত্রির অষ্টম দিন মহাগৌরির। এদিনের রঙ বেগুনি।

নবরাত্রির শেষ তথা নবম দিন সিদ্ধিদাত্রীর৷ দেবীর ময়ূরকণ্ঠী সবুজ রং অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই রঙের পোশাক পরলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...