দক্ষিণ ভারতে সেরা ছয় কার্তিক-তীর্থ

পার্বতীপুত্র আমাদের কাছে কার্তিক। সাধু নামে কার্তিকেয়। দক্ষিণ ভারতে কার্তিক নানা নামে পরিচিত। তামিলনাড়ুতে যিনি মুরুগান ও স্বামীনাথন, তিনিই কর্ণাটকে সুব্রহ্মণ্য।

মুরুগাণ দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। 

তামিলনাড়ুর পালানি পর্বতে আজও একাকী বাস করেন কার্তিক। দক্ষিণ ভারতের ছটি জায়গায় আছে ছটি বিখ্যাত কার্তিকেয় মন্দির। এই মন্দিরগুলিকে একত্রে ‘মুরুগানক্ষেত্র’ বলা হয়। 

তামিলনাড়ুর মাদুরাই পর্বতের ওপর অবস্থিত থিরুপ্পারামকুনরাম মন্দির। লোকবিশ্বাস এই মন্দিরে কার্তিকের সঙ্গে বিবাহ হয় দেব সেনার। পান্ডব রাজাদের আমলে আনুমানিক অষ্টম শতাব্দীতে নির্মিত হয় মন্দিরটি। 

তামিলনাড়ুর পালানি পর্বতের ওপর অবস্থিত পালানি মুরুগান মন্দির। ৬৯০ টি সিঁড়ি পেরিয়ে প্রবেশ করতে হয় মন্দিরে। এই মন্দিরই দক্ষিণে কার্তিকের প্রধান বাসস্থান। হরপার্বতীর সঙ্গে মনমালিন্য হলে তিনি দক্ষিণ প্রান্তের এই মন্দিরেই তিনি স্থায়ী হন।  

নবম শতাব্দীতে চেরা রাজাদের আমলে তৈরী হয় এই মন্দির। দেশের অন্যতম শ্রেষ্ঠ কার্তিকতীর্থ পালানি মুরুগান মন্দির। তামিলনাড়ুর সবচেয়ে ধনী মন্দির। 

তামিলনাড়ুর কম্ভোকোনাম শহরের কাছে পাহাড় চূড়ায় অবস্থিত স্বামীমালাই মন্দির। ৬০ তামিল বর্ষের অনুকরণে এই পাহাড়ের গায়ে ৬০টি সিঁড়ি আছে। সিঁড়ি পেরিয়ে যেতে হয় মন্দিরে। লোক বিশ্বাস, এই স্থানেই পুত্র কার্তিককে ‘ওম’ শব্দের অর্থ শিখিয়েছিলেন শিব। তাই এই মন্দিরে কার্তিকের শিশুরূপ পূজিতে হয়। এখানে তিনি বালমুরুগণ। ময়ূরের পরিবর্তে তাঁর বাহন হাতি। চোল রাজাদের আমলে তৈরি হয় স্বামীমালাই মন্দির।

 

তামিলনাড়ুর দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত থিরুচেন্দুর মুরুগান মন্দির। বাকি সমস্ত মুরুগান মন্দির পর্বতপ্রান্তে নির্মিত হলেও থিরুচেন্দুর একমাত্র মন্দির যেটি সমুদ্রতীরে গড়ে উঠেছিল। এই মন্দিরে যোদ্ধারূপে পূজিত হন কার্তিক। শূরপদ্ম অসুরকে যুদ্ধে পরাস্ত করে এই মন্দিরে শিবের উদ্দ্যেশে উপাসনায় বসেছিলেন মুরুগান দেব। এই মন্দিরে ‘শূর সংহারম’ বলে একটি উৎসব অনুষ্ঠিত হয় প্রতিবছর। 

চেন্নাই শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত থিরুথানি মন্দির। শূরপদ্ম অসুরের কাহিনির সঙ্গে যোগ আছে এই মন্দিরের। শূরপদ্মকে বিনাশের পর এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন মুরুগান এই মন্দিরেই তাঁর দ্বিতীয় স্ত্রী বল্লীর সঙ্গে বিবাহ অনুষ্ঠিত হয়। 

মাদুরাই শহরের কাছে সোলাইমালাই পাহাড়ে আছে মুরুগানের আরও একটি মন্দির। পাঝামুদিরচোলাই মুরুগান মন্দির। এই মন্দিরে কার্তিক এবং তাঁর দুই পত্নী দেবসেনা ও বল্লীকে দেখা যায়। 

পশ্চিমবঙ্গ ও পূর্বপ্রান্তের রাজ্যগুলিতে কার্তিক অবিবাহিত দেবতা হিসেবে অবিবাহিত হল, দক্ষিণ ভারতে কার্তিক বিবাহিত। তাঁর দুই স্ত্রী দেবসেনা এবং বল্লী। কার্তিকের বিবাহ কাহিনিও প্রচলিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...