“দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরাও করে না, দাঙ্গা দাঙ্গাবাজরা করে”

 “দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরাও করে না, দাঙ্গা দাঙ্গাবাজরা করে”- এই বিষয়বস্তু নিয়ে তৈরী অনিকেত চট্টোপাধ্যয়ের ছবি ‘কবীর’| অভিনেতা দেবের নিজস্ব প্রডাকশনে তৈরী এই ছবি সাম্প্রতিক কালে বিশেষ ভাবে মানুষের মন জয় করেছে। সিনেমাটি আতঙ্কবাদী একটি গোষ্ঠির কার্যকলাপ নিয়ে; যারা মুম্বাইতে সদ্য সাতটি বিস্ফোরণ ঘটিয়েছে এবং বাকি ৪টি বিস্ফোরণ ঘটার আগে তা নিষ্কৃয় করে ফেলে মুম্বাই পুলিশ। মুম্বাই থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসে দেখা হয় ইয়াসমিন (রুকমিনি) ও আবিরের (দেব)। প্রথমে তারা বন্ধু হিসাবে মেশে কিন্তু পরে আবিরের আসল রুপটি ইয়াসমিনের সামনে বেরিয়ে আসে। আবির,ইয়াসমিনকে বলে সে ইন্ডিয়ান মুজায়িদ্দিনের সদস্য| তার আসল নাম আলতাফ কবীর এবং সে ইমতিয়াজকে খুজঁছে| এই কারণেই তার লোকেরা ইয়াসমিনের বাবাকে বন্দি করে রেখেছে। ইয়াসমিনের বাবার প্রাণের দোহাই দিয়ে চলন্ত ট্রেনে কবীর তাকে জেরা করতে থাকে, উদ্দেশ্য একটাই-ইমতিয়াজের খোঁজ পাওয়া। শেষ অবধি ইমতিয়াজকে খুঁজে পাওয়ার  মধ্যে গল্প নতুন মোড় নিয়েছে এই ছবিতে।

kabir danga

অভিনয়ের কথা বলেতে গেলে আলতাফ কবীরের ভুমিকায় দেবের অভিনয় দেখার মত। ইয়াসমিনের ভুমিকায় রুকমিনির অভিনয় আরো একটু ভালো হতে পারতো। আতঙ্কবাদীর ভুমিকায় সাদাফ ফিগরের অসাধারণ অভিনয় দর্শকদের মন কাড়তে বাধ্য। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সামান্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বরুণ চন্দ, কমলেশ্বর মুখোপাধ্যায় ছাড়া আরো অনেককে। অনিকেত চট্টোপাধ্যয়ের দারুণ পরিচালনার সাথে ইন্দ্রদীপ দাসগুপ্তর মিউজিক;সব মিলিয়ে পাক্কা বলিউড ধাচের ২ঘন্টার থ্রিলার এই “কবীর”।

এটা শেয়ার করতে পারো

...

Loading...